Home জাতীয় তথ্য উপদেষ্টার সঙ্গে রাহাত ফাতেহ আলী খানের সৌজন্য সাক্ষাৎ
1 hari ago

তথ্য উপদেষ্টার সঙ্গে রাহাত ফাতেহ আলী খানের সৌজন্য সাক্ষাৎ

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পাকিস্তানের প্রখ্যাত সংগীত শিল্পী রাহাত ফাতেহ আলী খান। রবিবার সচিবালয়ের ডাক ও টেলিযোগাযোগ বিভাগে সাক্ষাৎ করেন তারা।

সাক্ষাৎকালে তথ্য উপদেষ্টা বলেন, রাহাত ফাতেহ আলী খান একজন গুণী শিল্পী। তিনি শুধু পাকিস্তানেরই নয়, উপমহাদেশ এবং বিশ্বের সংগীত জগতের এক অমূল্য সম্পদ। বাংলাদেশে তার অনেক ভক্ত রয়েছে।

ঢাকার আর্মি স্টেডিয়ামে কনসার্ট আয়োজনের জন্য রাহাত ফাতেহ আলীকে ধন্যবাদ জানিয়ে উপদেষ্টা বলেন, জুলাই মাসে গণঅভ্যুত্থানের পর এ ধরনের একটি কনসার্টের আয়োজন খুবই প্রয়োজন ছিল।

রাহাত ফাতেহ আলী খান সাক্ষাৎকালে বাংলাদেশের সংগীত ক্ষেত্রে একসাথে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। তিনি বাংলাদেশের সাংস্কৃতিক উন্নয়নে অবদান রাখার প্রত্যাশাও ব্যক্ত করেন। এ সময় তাকে বাংলাদেশে আমন্ত্রণ জানানোর জন্য তিনি বর্তমান অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানান।

এসময় বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ ওয়াসিফ, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ড. মুশফিকুর রহমান এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা উপস্থিত ছিলেন।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *