Home জাতীয় উপদেষ্টা হাসান আরিফের মরদেহ নেওয়া হয়েছে হাইকোর্ট প্রাঙ্গনে
3 hari ago

উপদেষ্টা হাসান আরিফের মরদেহ নেওয়া হয়েছে হাইকোর্ট প্রাঙ্গনে

উপদেষ্টা হাসান আরিফের মরদেহ নেওয়া হয়েছে তার দীর্ঘদিনের কর্মস্থল হাইকোর্টে। বেলা ১১টায় হাইকোর্ট প্রাঙ্গণে তার দ্বিতীয় নামাজে জানাজা হবে।

তার প্রথম নামাজে জানাজা হয়েছে শুক্রবার বাদ এশা রাজধানীর ধানমন্ডি সাত নম্বর বায়তুল আমান জামে মসজিদে। অন্তর্বতী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূসসহ উপদেষ্টা পরিষদের সদস্যরা জানাজায় অংশ নেন।

উপদেষ্টা হাসান আরিফের মেয়ে বিদেশ থেকে দেশে ফেরার পর তার দাফনের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

শুক্রবার (২০ ডিসেম্বর) বিকাল ৩টা ১০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অন্তবর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন, সমবায় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ। তার বয়স হয়েছিল ৮৩ বছর।

উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুর খবর পেয়ে তাকে শেষবারের মতো দেখতে হাসপাতালে ছুটে যান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *