Home জাতীয় প্রশাসন ছাড়া ২৫ ক্যাডারের মহাসমাবেশের ডাক
3 hari ago

প্রশাসন ছাড়া ২৫ ক্যাডারের মহাসমাবেশের ডাক

জনপ্রশাসন সংস্কার কমিশন প্রধান পদোন্নতির ক্ষেত্রে উপ-সচিব ও যুগ্মসচিব পদে লিখিত পরীক্ষা নেওয়া এবং প্রশাসন ক্যাডার ৫০ শতাংশ এবং অন্যান্য ক্যাডার ৫০ শতাংশ আনুপাতিক হার নির্ধারণে যে সুপারিশ করবেন বলে মত দিয়েছেন তার প্রতিবাদ জানিয়েছে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ।

শনিবার (২১ ডিসেম্বর) গণপূর্ত ভবনের অডিটোরিয়ামে সংগঠনের এক সভা শেষে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়। আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের সঙ্গে কোনোরকম আলোচনা ছাড়া এমন সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানানো হয় ।

বিবৃতিতে সংগঠনটি কলম বিরতিসহ বেশ কয়েক দফা কর্মসূচিও ঘোষণা করেছে। এরমধ্যে আগামী ২৩ ডিসেম্বর প্রতিটি ক্যাডার অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী উদ্ভূত পরিস্থিতি বিষয়ে বিবৃতি প্রদান করবে। ২৪ ডিসেম্বর সকাল ১১ টা থেকে ১২ টা  পর্যন্ত এক ঘন্টা সব অফিসে কলমবিরতি পালন করবে।

২৬ ডিসেম্বর সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত সব অফিসে স্ব-স্ব কর্মস্থলের সামনে মানব বন্ধন কর্মসূচী পালন করবে । যে সকল বিভাগে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়নি, অতি দ্রুত সেখানে সমাবেশ আয়োজন এবং জনসম্পৃক্ততা আরো বৃদ্ধি করা হবে। আগামী ৪ জানুয়ারি ঢাকায় সমাবেশ আয়োজন করা হবে এবং পরবর্তী কর্মসূচী ঘোষণা করা হবে।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *