Home জাতীয় ‘স্পিরিট অব জুলাই’ কনসার্টে সহায়তা করবে সেনাবাহিনী
5 hari ago

‘স্পিরিট অব জুলাই’ কনসার্টে সহায়তা করবে সেনাবাহিনী

স্পিরিট অব জুলাই’ কনসার্ট আয়োজনে সহযোগিতা করবে বাংলাদেশ সেনাবাহিনী।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আইএসপিআর জানায়, আগামী ২১ ডিসেম্বর জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের পরিবারের পাশে দাঁড়াতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ‘স্পিরিট অব জুলাই’ প্ল্যাটফর্মের মাধ্যমে আর্মি স্টেডিয়ামে একটি চ্যারিটি কনসার্ট অনুষ্ঠিত হবে। ওই কনসার্ট থেকে আয় করা সব অর্থ শহীদ ও আহত ব্যক্তিদের পরিবার নিয়ে কাজ করা কল্যাণমূলক সংস্থা জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনে প্রদান করা হবে।

কনসার্টের কারণে সম্ভাব্য জনদুর্ভোগ ও যানজট লাঘবের উদ্দেশ্যে ধানমন্ডি ও ফার্মগেট এর দিক থেকে আসা বিমানযাত্রী বহনকারী যানবাহনগুলো বিমানের টিকিট দেখিয়ে জাহাঙ্গীর গেট দিয়ে সেনানিবাসে প্রবেশ করে সিএমএইচ হয়ে জিয়া কলোনী দিয়ে বিমানবন্দরে যেতে পারবে। এছাড়া, রোগী বহনকারী অ্যাম্বুলেন্সকেও একই পথ ব্যবহারে প্রাধান্য দেওয়া হবে।

বিশেষ সুবিধাটি আগামী ২১ ডিসেম্বর দুপুর ২টা থেকে রাত ১১টা পর্যন্ত পর্যন্ত থাকবে। এ উদ্যোগ সফল করতে কনসার্ট উপলক্ষে আর্মি স্টেডিয়াম ব্যবহারের ক্ষেত্রে কোনো ভেন্যু চার্জ নেওয়া হবে না।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *