Home রাজনীতি প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের
1 minggu ago

প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের

আগামীতে রাষ্ট্র ক্ষমতায় গেলে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টি করার প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (১৪ ডিসেম্বর) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে শহীদ বুদ্ধিজীবী দিবসে প্রতিবন্ধী নাগরিকদের সঙ্গে মতবিনিময় তিনি এই প্রতিশ্রুতি দেন।

তারেক রহমান বলেন, প্রতিবন্ধীদের জন্য স্বতন্ত্র অধিদপ্তর করার পাশাপাশি চিকিৎসা, শিক্ষা ও চাকরিক্ষেত্রে প্রতিবন্ধীদের জন্য উপযোগী পরিবেশ নিশ্চিত করার চেষ্টা করবে বিএনপি। আগামীর বাংলাদেশে কোনো প্রতিবন্ধী যেন বৈষম্যের শিকার না হয় সে লক্ষে দাল নানামুখী পদক্ষেপ নেবে।

তারেক রহমান.jpg১তারেক রহমান

এসময়, প্রতিবন্ধী ভাতা বাড়ানো, চিকিৎসা, চাকরি, যাতায়াত ব্যবস্থা সহজ করাসহ সব ধরণের নাগরিক অধিকার নিশ্চিত করতে নতুন আইন করা ও প্রচলিত আইন বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

মতবিনিময়ে অংশ নিয়ে নাগরিক জীবনে সম্মুখীন হওয়া নানা সমস্যার পাশাপাশি বিভিন্ন দাবি তুলে ধরেন সমাজের পিছিয়ে পরা এই জনগোষ্ঠীর নাগরিকরা।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, প্রতিবন্ধীদের পাশে তার দল আছে। আগামীতে রাষ্ট্র ক্ষমতায় গেলে প্রতিবন্ধীদের দিকে আলাদা দৃষ্টি দেওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *