Home রাজনীতি ‘দেশবাসী এবার জামায়াতকে ক্ষমতায় দেখতে চায়’
1 minggu ago

‘দেশবাসী এবার জামায়াতকে ক্ষমতায় দেখতে চায়’

দেশবাসী এবার বাংলাদেশ জামায়াতে ইসলামীকে শাসন ক্ষমতায় দেখতে চায় বলে মন্তব্য করেছেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও জামায়াতের ঢাকা মহানগর উত্তরের সহকারী সেক্রেটারি ইয়াছিন আরাফাত।

তিনি বলেন, বাংলাদেশের জনগণ অতীতে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির দেশ পরিচালনা দেখেছে। এবার জামায়াতে ইসলামীর শাসন দেখতে চায়। জামায়াত এ মুহূর্তে রাষ্ট্র পরিচালনা করতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। মামলা-হামলাসহ নানা অত্যাচারের পরও জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করে চার দিনের ব্যবধানে আওয়ামী লীগ জনগণ কর্তৃক নিষিদ্ধ হয়ে দেশ থেকে পালিয়ে গেছে।

শনিবার দুপুরে নোয়াখালীর বসুরহাটে কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াত আয়োজিত জামায়াত-ছাত্রশিবিরের ৭ কর্মীকে খুনের বিচার দাবিতে বিক্ষোভ সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইয়াছিন আরাফাত বলেন, শেখ হাসিনার ডানহাত হিসেবে পরিচিত ওবায়দুল কাদের সারা বাংলাদেশের সব হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড। তার নামের আগে একটি পাখির (কাউয়া কাদের) নাম উচ্চারণ করা হয়। ওই নাম নিয়ে আমি পাখির অসম্মান করতে চাই না। শুধু দাবি করব, ওবায়দুল কাদের অবিলম্বে দেশে এনে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে হত্যার বদলা নিতে হবে।

তিনি আরও বলেন, ২০১৩ সালের ১৪ ডিসেম্বর বসুরহাটে শিবিরের মিছিলে পুলিশ ও কাদের মির্জার ক্যাডাররা পাখির মতো গুলি করে জামায়াত-শিবিরের ৭ কর্মীকে হত্যা করেছে। সেদিন তাদের জানাজাও ঠিকমতো পড়তে দেয়নি। আমরা সেই মামলার প্রধান আসামি ওবায়দুল কাদেরের ভাই কাদের মির্জাসহ সব আসামির ফাঁসির দাবি করছি।

সমাবেশে কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াতের আমির অধ্যক্ষ বেলায়েত হোসেনের সভাপতিত্বে ও বসুরহাট পৌর জামায়াতের আমির মাওলানা মোশাররফ হোসাইনের সঞ্চালনায় প্রধান মেহমান ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য ও জেলা জামায়াতের আমির মো. ইসহাক খন্দকার।

এতে আরও বক্তব্য রাখেন- জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা নিজাম উদ্দিন ফারুক, সেক্রেটারি মাওলানা বোরহান উদ্দিন, কেন্দ্রীয় নেতা আলমগীর মো. ইউসূফ, নোয়াখালী জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা বোরহান উদ্দিন, সহকারী সেক্রেটারি ইসমাঈন হোসেন মানিক, জেলা নায়েবে আমির মাওলানা সাইয়েদ আহমেদ, ঢাকাস্থ কোম্পানীগঞ্জ ফোরামের সভাপতি ডা. মোয়াজ্জেম হোসেন, সেক্রেটারি হাফেজ জহির উদ্দিন, মাওলানা ফয়েজ উল্যাহ, জেলা শিবিরের সভাপতি হেদায়েত উল্যাহ মাসুদ, উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আলম সিকদার, সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মিজানুর রহমানসহ বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন নেতারা।

এর আগে সমাবেশে সাত খুনের পটভূমি নিয়ে রচিত ‘রক্তাক্ত জনপদ’ বইয়ের মোড়ক উন্মোচন করেন অতিথিরা। বইটির সম্পাদনা করেছেন নোয়াখালী জেলা ইসলামী ছাত্রশিবির দক্ষিণ শাখার সেক্রেটারি হাফেজ সাইফুর রসূল ফুহাদ।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *