Home খেলা সমতা না সিরিজ হারের বেদনা- কী অপেক্ষা করছে আজ
2 minggu ago

সমতা না সিরিজ হারের বেদনা- কী অপেক্ষা করছে আজ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে হেরে বসেছে বাংলাদেশ। এই ম্যাচটি তাই হয়ে উঠেছে সিরিজ হার ঠেকানোর। যেখানে সিরিজ বাঁচাতে ভিন্ন পথ খোলা নেই মেহেদী হাসান মিরাজের দলের সামনে।

এমন সমীকরণের সামনে দাঁড়িয়ে আজ সন্ধ্যা সাড়ে ৭টায় দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামছে বাংলাদেশ।

কী অপেক্ষা করছে আজ। বাংলাদেশ কি পারবে ঘুরে দাঁড়িয়ে সিরিজ বাঁচিয়ে রাখতে। নাকি অপেক্ষা করে আছে আরও একটি হার। সেই সঙ্গে সিরিজ হারের বেদনা। এ সবই জানা যাবে আজ সন্ধ্যায় বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে।

সিরিজ বাঁচাতে এ ম্যাচে একাদশেও পরিবর্তন আসতে পারে। নাহিদ রানা অথবা তানজিম হাসান সাকিবের জায়গায় দেখা যেতে পারে অভিজ্ঞ পেসার হাসান মাহমুদ কিংবা শরিফুল ইসলামকে।

এর বাইরেও লেগস্পিনার রিশাদের জায়গায় নাসুম আহমেদের ফেরার সম্ভাবনা রয়েছে। কেননা, প্রথম ম্যাচে স্কোরবোর্ডে যথেষ্ট পুঁজি থাকার পরও এই বোলিং বিভাগই ভুগিয়েছে বাংলাদেশকে।

এর আগে, প্রথম ম্যাচে শুরুতে ব্যাট করে নির্ধারিত ওভারে ৬ উইকেট খরচায় স্কোরবোর্ডে ২৯৩ রানের পুঁজি দাঁড় করায় বাংলাদেশ। যার জবাবে ব্যাট করতে নেমে ১৪ বল ও ৫ উইকেট হাতে রেখে ম্যাচে জয় তুলে স্বাগতিকরা।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *