Home সারাদেশ নলছিটিতে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন। 
2 minggu ago

নলছিটিতে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন। 

বালী তাইফুর রহমান তূর্য,নলছিটি প্রতিনিধি।
ঝালকাঠির নলছিটি ৬৪নং কান্ডপাশা গোয়ালকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের  প্রধান শিক্ষিকা মলিনা রানীর বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় নলছিটি উপজেলা পরিষদের সামনে নলছিটি বরিশাল আঞ্চলিক মহাসড়কে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল আয়োজন করে স্কুলের  শিক্ষার্থীদের অভিভাবক এলাকাবাসীরা। মানববন্ধনে অংশ গ্রহণকারীরা বক্তব্য কালে তারা জানান এই প্রধান শিক্ষিকা মলিনা রানী তিনি স্কুলে বিভিন্ন অনিয়ম  স্বেচ্ছাচারিতা করে আসছে। তিনি স্কুলের ঠিকমতো স্কুলে আসে না এবং স্কুলে সরকারি  বরাদ্দকৃত অর্থ স্কুলের জন্য ব্যয় করে না এবং ছাত্র-ছাত্রীদের সাথে সাথে অসদাচরণ করে আসছে দীর্ঘদিন। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ সহ বিভিন্ন টিভি পত্রিকায় সংবাদ প্রকাশিত হলেও তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া হয়নি। দ্রুত তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা সহ তাকে  এই স্কুল থেকে অপসারণে দাবি জানাচ্ছি। মানববন্ধন শেষে তারা বিক্ষোভ  মিছিল নিয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের সামনে গিয়ে শেষ করে ।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *