তিন ফিফটিতে শক্ত পুঁজি বাংলাদেশের
পাওয়ার প্লেতে জোড়া উইকেট হারিয়ে শুরুতে চাপে পড়ে বাংলাদেশ। তবে তানজিদ হাসান তামিম মেহেদী হাসান মিরাজ ও মাহমুদউল্লাহ রিয়াদের ফিফটি শক্ত পুঁজি পেয়েছে টাইগাররা। প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে ২৯৫ রানের টার্গেট দিয়েছে সফরকারীরা।
রোববার (৮ ডিসেম্বর) সেন্ট কিটসের বাসেটেরের ওয়ার্নার পার্কে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক মিরাজ। ব্যাট করতে নেমে ভালো শুরু আভাস দেন দুই টাইগার ওপেনার সৌম্য সরকার ও তানজিদ হাসান তামিম। তবে ইনিংস বড় করতে পারেননি সৌম্য। দলীয় ৩৪ রানে ১৮ বলে ১৯ রান করে আউট হন তিনি।
এরপর ক্রিজে এসে সুবিধা করতে পারেননি লিটন দাস। ৭ বলে মাত্র ২ রান করে ফিরে গেছেন তিনি। তবে একপ্রান্ত আগলে রেখে রানের চাকা সচল রাখেন তানজিদ তামিম। তাকে ভালো সঙ্গ দেন মেহেদী হাসান মিরাজ।
আগ্রাসী ব্যাটিংয়ে ফিফটি তুলে নেন তানজিদ তামিম। মিরাজকে সঙ্গে নিয়ে ৭৯ রানের জুটি গড়েন তানজিদ তামিম। তবে দলীয় ১২৫ রানে ৬০ বলে ৬০ রান করে আউট হন তানজিদ তামিম। তার বিদায়ের পর ক্রিজে আসা আফিফ হোসেনকে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখেন মিরাজ।
সাবলীল ব্যাটিংয়ে ফিফটি তুলে নেন মিরাজ। ২৯ বলে ২৮ রান করে আফিফ আউট হলে মাহমুদউল্লাহ রিয়াদকে সঙ্গে নিয়ে ব্যাট করতে থাকেন মিরাজ। দলীয় ১৯৮ রানে ১০১ বলে ৭৪ রান করে সাজঘরে ফিরে যান টাইগার অধিনায়ক।
এরপর জাকের আলিকে সঙ্গে নিয়ে আগ্রসী ব্যাটিং করতে থাকেন মাহমুদউল্লাহ। তার সঙ্গে মারমুখী ব্যাটিং চালিয়ে যান জাকের। ৪৩ বলে ফিফটি তুলে নেন মাহমুদউল্লাহ। ৯৬ রানের জুটি গড়েন এই দুই ব্যাটার। ৪০ বলে ৪৮ রান করে আউট হন জাকের। শেষ পর্যন্ত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৯৪ রান সংগ্রহ করে বাংলাদেশ।