Home জাতীয় জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক হলেন সারজিস
2 minggu ago

জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক হলেন সারজিস

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলমকে কেন্দ্রীয় মুখ্য সংগঠক পদে মনোনীত করেছে জাতীয় নাগরিক কমিটি। সোমবার (৯ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আহ্বায়ক নাসীরউদ্দীন পাটওয়ারী ও সদস্য সচিব আখতার হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের কার্যক্রমকে সম্প্রসারিত করার লক্ষ্যে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য সারজিস আলমকে কেন্দ্রীয় ‘মুখ্য সংগঠক’ পদে মনোনীত করা হলো।

469963547

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, জাতীয় নাগরিক কমিটির বর্ধিত সাংগঠনিক কাঠামোতে নাসীরুদ্দীন পাটওয়ারী আহ্বায়ক, আখতার হোসেন সদস্য সচিব, সামান্তা শারমিন মুখপাত্র ও সারজিস আলম মুখ্য সংগঠকের দায়িত্ব পালন করবেন।

উল্লেখ্য, গত ৮ সেপ্টেম্বর আত্মপ্রকাশ করে ‘জাতীয় নাগরিক কমিটি’। এরপর নভেম্বরের শেষদিকে এতে সদস্য হিসেবে যোগ দেন সারজিস আলম। আজ তাকে কেন্দ্রীয় মুখ্য সংগঠক পদে মনোনীত করা হলো।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *