Home বিনোদন ‘পুষ্পা ২’ দেখতে গিয়ে নারীর মৃত্যু, ২৫ লাখ রুপি সহায়তার ঘোষণা আল্লু অর্জুনের
2 minggu ago

‘পুষ্পা ২’ দেখতে গিয়ে নারীর মৃত্যু, ২৫ লাখ রুপি সহায়তার ঘোষণা আল্লু অর্জুনের

হায়দরাবাদে ‘পুষ্পা টু: দ্য রুল’ সিনেমার প্রিমিয়ারে পদদলিত হয়ে এক নারী ভক্তের মৃত্যুতে দুঃখ প্রকাশ করেছেন দক্ষিণী সিনেমার সুপারস্টার আল্লু অর্জুন। অনাকাঙ্ক্ষিত এমন ঘটনায় নিহত ভক্তের পরিবারকে ২৫ লাখ টাকা সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

৪ ডিসেম্বর হায়দরাবাদের আরটিসি ক্রসরোডসের চিক্কদপল্লির সন্ধ্যা থিয়েটারে রাত সাড়ে ৯টায় ‘পুষ্পা ২: দ্য রুল’ ছবির প্রিমিয়ারের আয়োজন ছিল। ভিড়ে ঠাসা এই প্রেক্ষাগৃহে পদপিষ্ট হয়ে মারা যান ৩৫ বছর বয়সী নারী রেবতী।

WhatsApp Image 2024-12-07 at 16.19.21

‘পুষ্পা ২’ সিনেমার দৃশ্য

রেবতীর সঙ্গে ছিল তার ১৩ বছরের ছেলে শ্রীতেজ। প্রেক্ষাগৃহে অস্বাভাবিক ভিড়ের কারণে দম বন্ধ হয়ে গিয়েছিল শ্রীতেজের। এ সময় পদদলিত হয়ে মারা যান রেবতী।

এ ঘটনার দুই দিন পর দুঃখ প্রকাশ করে ক্ষতিগ্রস্ত ওই পরিবারের জন্য ২৫ লাখ রুপি সহায়তার ঘোষণা দিয়েছেন দক্ষিণী তারকা আল্লু অর্জুন। সঙ্গে ওই আহত শিশুর চিকিৎসার সব ব্যয়ভার বহন করারও ঘোষণা দেন।

‘পুষ্পা ২’ সিনেমার দৃশ্য

গতকাল এক্স হ্যান্ডেলে এসব জানিয়ে পোস্ট করেন আল্লু অর্জুন। পোস্টে লেখেন, তিনি ‘গভীরভাবে মর্মাহত’। শোকসন্তপ্ত পরিবারটির সঙ্গে ব্যক্তিগতভাবে সাক্ষাৎসহ সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন জনপ্রিয় এই অভিনেতা।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *