আসছে ‘পুষ্পা ৩: দ্য র্যাম্পেজ’ ?
ইন্ডিয়ান সিনেমার সবচেয়ে বড় ব্লকবাস্টার পুষ্পা নিয়ে দর্শকের আগ্রহ যেন বেড়েই চলেছে। সম্প্রতি মুক্তি পেয়েছে সিনেমাটির সিকোয়েল ‘পুষ্পা টু’। আর মুক্তির মাত্র দুদিনেই সিনেমাটি আয় করে ফেলেছে ৪০০ কোটি রুপি। খুশির এ সময়ে আল্লু অর্জুন ভক্তদের মনে উন্মাদনা বাড়িয়ে দিল আরেক নতুন খবরে।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, এবার ‘পুষ্পা ৩’ এর ঘোষণা এসেছে।
সম্প্রতি, অস্কার পুরস্কার বিজয়ী সাউন্ড ডিজাইনার রেসুল পুকুট্টি তার এক্স হ্যান্ডেলে একটি ছবি শেয়ার করে প্রকাশ করে যে, পুষ্পা ২-এর জন্য সাউন্ড মিক্সিং করা হয়েছে। কিন্তু তার সে পোস্টে যে বিষয়টি সবার নজর কেড়েছে তা হল ব্যাকগ্রাউন্ডে পোস্টার যাতে লেখা ছিল, ‘পুষ্পা ৩: দ্য র্যাম্পেজ’।
তবে সাউন্ড ডিজাইনার শীঘ্রই তার ভুল বুঝতে পেরে তার পোস্ট মুছে দেন। যদিও সে ছবিটি ভাইরাল হতে সময় লাগেনি।
এদিকে মজার ব্যাপার হল, বিজয় দেবেরাকোন্ডাও আগেই প্রকাশ করেছিলেন যে সুকুমারের পরিচালনায় ৩টি অংশ থাকবে – পুষ্পা: দ্য রাইজ, পুষ্পা: দ্য রুল এবং পুষ্পা: দ্য রামপেজ। ‘শুভ জন্মদিন আরিয়াসুক্কু স্যার – আমি আপনার সুস্বাস্থ্য ও সুখ কামনা করি! আপনার সঙ্গে ফিল্ম সিনেমা করার জন্য অপেক্ষা করতে পারি না ভালোবাসা এবং আলিঙ্গন।
২০২১ – রাইজ। ২০২২ – দ্য রুল। ২০২৩ – দ্য র্যাম্পেজ, দেবেরাকোন্ডা ২০২২ সালে পোস্ট করেছেন। পোস্টটি এখন সোশ্যাল মিডিয়াতেও পুনরায় শেয়ার হচ্ছে। তাদের মনে প্রশ্ন, বিজয় কি তাহলে পুষ্পা ৩-এর অংশ?
গত ৫ ডিসেম্বর বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘পুষ্পা ২: দ্য রুল’। এতে পুষ্পা রাজের চরিত্রে আল্লু অর্জুন ও রশ্মিকা মান্দানাকে শ্রীবল্লীর চরিত্রে অভিনয় করেছেন।