Home সারাদেশ রামগড়ে সিএনজি -জীপ মুখোমুখি সংঘর্ষ,  আহত ৫
3 minggu ago

রামগড়ে সিএনজি -জীপ মুখোমুখি সংঘর্ষ,  আহত ৫

তাজু কান্তি দে, খাগড়াছড়ি জেলা প্রতিনিধিঃ
খাগড়াছড়ির রামগড়ে সিএনজি ও চাঁদের গাড়ি (জীপ)মুখোমুখি সংঘর্ষ হয়ে মারাত্মক আহত হয় সিএনজি তে থাকা ড্রাইবার সহ ৫ জন। (বৃহস্পতিবার) ৫ ডিসেম্বর কলেজ গেইট এলাকায় বিকেল ৪টার সময়  এঘটনা ঘটে, স্থানীয়দের সহযোগিতায় আহতদের  রামগড় সরকারি হাসপাতালে নেওয়া হয়।আহত ব্যক্তিরা হলেন মো: রহমান আজম রাকিব (১৮) পিতা আলমগীর হোসেন,
আলমগীর হোসেন (৪৫) পিতা মেহের আলী সাং পাতাছড়া।
সিএনজি  চালক মো: ইসমাইল (৩০) পিতা আ: মন্নান সাং উত্তর লামকুপাড়া, পাতাছড়া আনছার ক্যাম্পের  ল্যান্সনায়েক বাবুল আক্তার। ও শেখ ফরিদ ৩৫ মৃত আলী হোসেন দক্ষিণ গর্জন তলী। বর্তমানর আহত ব্যক্তিরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।
ঘটনাস্থল থেকে স্থানীদের সুত্রে জানা গেছে একটি গাছবর্তী চাঁদের গাড়ি (জীপ) কলেজ গেইট মোড়ে রং সাইটে গিয়ে সিএনজিকে ধাক্কা দেয়, এসময় সিএনজি তে থাকা ড্রাইবার সহ ৫জন মারাত্মক আহত হয়। এদিকে সিএনজিকে ধাক্কা দিয়ে অবৈধ গাছ নিয়ে আসা চাঁদের গাড়ি (জীপ)টি পালিয়ে যায়।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *