Home সারাদেশ মাওলানা সা’দ কান্দলভীকে আনা সহ দুই দফা দাবিতে প্রধান উপদেষ্টার কাছে তাবলীগ জামাতের স্মারকলিপি।
3 minggu ago

মাওলানা সা’দ কান্দলভীকে আনা সহ দুই দফা দাবিতে প্রধান উপদেষ্টার কাছে তাবলীগ জামাতের স্মারকলিপি।

বালী তাইফুর রহমান তূর্য,ঝালকাঠি প্রতিনিধি :
আসন্ন বিশ্ব ইজতেমায় তাবলীগ জামাতের বিশ্ব আমীর দিল্লির মাওলানা সা’দ কান্দলভীকে বাংলাদেশের ইজতেমায় আসার অনুমতি দেয়া এবং বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে যাতে তাদের অন্য গ্রুপ মাওলানা যুবায়ের গ্রুপ কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেই সুস্পষ্ট আদেশ জারির দাবি জানিয়ে সারা দেশের প্রতিটি জেলায় জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে স্মারক লিপি দিয়েছে তাবলীগ জামাত বাংলাদেশ (মাওলানা সা’দ গ্রুপ)।এর অংশ হিসেবে ঝালকাঠিতেও জেলা প্রশাসক আশরাফুর রহমানের মাধ্যমে স্মারক লিপি দিয়েছে ঝালকাঠির তাবলীগ জামাতের দায়িত্বশীলরা (শুরা)।
সোমবার ০২ ডিসেম্বর সকাল দশটায় ঝালকাঠি জেলা প্রশাসকের কাছে তাবলীগ জামাতের পক্ষে এ স্মারক লিপি পেশ করেন ঝালকাঠি জেলার দায়িত্বশীল মো:খলিলুর রহমান ফারুক,নলছিটির আবুল বাসার ফারুক,ঝালকাঠির মাইনুল ইসলাম খান,মাওলানা মোস্তফা আল মামুন,সাইফুর রহমান গাজী।
এসময় জেলা প্রশাসক কার্যালয়ে উপস্থিত ছিলেন আরও প্রায় তিন শতাধিক তাবলীগের সাথী।
স্মারকলিপিতে তারা উল্লেখ করেন,ভারতের দিল্লি মারকাজ থেকে সারা বিশ্বে তাবলীগ জামাত তাদের কার্যক্রম পরিচালনা করছেন এবং বিশ্বের প্রায় সকল দেশের তাবলীগের দায়িত্বশীলরা তাকে আমীর হিসেবে মেনে নিয়েছেন।কেবলমাত্র বাংলাদেশ এবং পাকিস্তানের সামান্য মতবিরোধ থাকলেও বাংলাদেশে এটি প্রকট।এবং মূলত মাওলানা সা’দ কান্দলভীকে যে সকল কারনে বাংলাদেশে আসতে বাধা দেয়া হচ্ছে সেই দেওবন্দ মাদ্রাসারও আসলে তাকে নিয়ে কোনো দ্বিমত নেই যা দেওবন্দ মাদ্রাসার পরিচালক মাওলানা আরশাদ মাদানী স্পষ্ট করেছেন এবং পাকিস্তানের সনামধন্য আলেম মাওলানা ত্বকী ওসমানীও তাবলীগের উভয় পক্ষকে হক বলেছেন।
বিগত সাত বছর যাবত বাংলাদেশের ইজতেমায় দিল্লির মাওলানা সা’দ কান্দলভীকে আসতে দেয়া হচ্ছে না।যারফলে বিশ্বের প্রায় ১১৫ টি দেশের কয়েক হাজার বিদেশি মেহমানও বাংলাদেশে আসছেন না এবং একারণে দেশও রেমিট্যান্স বা বৈদেশিক মুদ্রা থেকে বঞ্চিত হচ্ছে বলেও উল্লেখ করেন তারা।
তাই এবছর ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় বিশ্ব ইজতেমায় দিল্লির মাওলানা সা’দ কান্দলভীকে আসতে অনুমতি চেয়ে এবং যুবায়ের গ্রুপ যাতে বিশৃঙ্খলা সৃষ্টি না করে সেই আদেশ জারির দুই দফা দাবিতে তাবলীগ জামাত (মাওলানা সা’দ গ্রুপ) জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং সেনা বাহিনীর জেলা কমান্ডারের মাধ্যমেও স্মারকলিপি প্রদান করেন তারা।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *