Home সারাদেশ কাজী রেজাউলকে সভাপতি ও সিকদার সুমনকে সম্পাদক করে নলছিটিতে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের কমিটি গঠন।
3 minggu ago

কাজী রেজাউলকে সভাপতি ও সিকদার সুমনকে সম্পাদক করে নলছিটিতে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের কমিটি গঠন।

বালী তাইফুর রহমান তূর্য, নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি :
ঝালকাঠির নলছিটিতে জাতীয়তাবাদী মুক্তিযদ্ধের প্রজন্মের কমিটি গঠন করা হয়েছে। এতে কাজী রেজাউলকে সভাপতি ও সিকদার সুমনকে সাধারণ সম্পাদক করে ৫২ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কেন্দ্রীয় কমিটির সভাপতি রায়হান আল মাহমুদ রানা ও সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম হোসেন এ কমিটি অনুমোদন করেন। কমিটিতে ২০জনকে সম্পাদকীয় পদ দেওয়া হয়েছে। অন্যদের সদস্য করা হয়।
জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের নতুন এ কমিটিকে অভিনন্দন জানিয়েছেন উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নতেৃবৃন্দ।
জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের নলছিটি উপজেলা শাখার নবনির্বাচিত সভাপতি কাজী রেজাউল জানান, আমাদের কমিটি কেন্দ্র অনুমোদন করেছে। শিগগিরই আমরা সকল সদস্যদের নিয়ে পরিচিতি সভা করা হবে।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *