Home অপরাধ নায়কের পর ‘পুষ্পা’র নায়িকাও কি পেতে যাচ্ছে জাতীয় পুরস্কার?
3 minggu ago

নায়কের পর ‘পুষ্পা’র নায়িকাও কি পেতে যাচ্ছে জাতীয় পুরস্কার?

দক্ষিণ ভারতীয় সিনেমার সুপারস্টার আল্লু অর্জুন দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে নানা ধরনের ছবিতে নানা রকমের চরিত্রে অভিনয় করেছেন। তবে জাতীয় পুরস্কার উঠেছে ২০২২-এ ‘পুষ্পা’ ছবির জন্য।

অন্যদিকে, এই ছবির নায়িকা রাশমিকা মান্দানাও ক্যারিয়ারে সোনালি সময় পার করছেন। একের পর এক ধামাকা দিয়ে যাচ্ছেন। এর আগে ‘পুষ্পা’ দিয়ে প্যান ইন্ডিয়ান তারকার খেতাব জুটিয়ে নেন। এরপর গত বছর ‘অ্যানিমেল’ দিয়ে বলিউডেও নিজের আসন পাকাপোক্ত করেন।

Rasmika.5‘পুষ্পা ২’ সিনেমায় রাশমিকা মান্দানা ও আল্লু অর্জুন।

ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, এবার ‘পুষ্পা ২’ ঘিরে ব্যাপক আলোচনায় রয়েছেন দক্ষিণি নায়িকা রাশমিকা মান্দানা। এমনকি সিনেমাটির জন্য জাতীয় পুরষ্কারও প্রত্যাশা করছেন এই অভিনেত্রী। গত ২৮ নভেম্বর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল অব ইন্ডিয়ার সমাপনী আসরে উপস্থিত হন এ অভিনেত্রী। সেখানেই তার কাছে বিষয়টি নিয়ে জানতে চাওয়া হয়। সংবাদকর্মী তার কাছে জানতে চান, ‘পুষ্পা ২’ দিয়ে অভিনেত্রী হিসেবে জাতীয় পুরস্কার পাওয়ার সম্ভাবনা আছে? রাশমিকার উত্তর, ‘আশা করছি।’

Rasmika.2‘পুষ্পা ২’ সিনেমায় রাশমিকা মান্দানা। 

এদিকে, অভিনেত্রীকে ঘিরে আরও একটি আলোচনা চাউর হয়েছে শোবিজ অঙ্গনে। সেটি হচ্ছে, পারিশ্রমিক বাড়ছে রাশমিকার। ‘পুষ্পা ২’ মুক্তির পর নাকি তিনি হতে চলেছেন ভারতের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রী! বেশ কিছুদিন ধরেই এই গুঞ্জন চলছে। তবে সে গুঞ্জন উড়িয়ে দিলেন রাশমিকা। অনুষ্ঠানে এ প্রসঙ্গে রাশমিকা বলেন, ‘বিষয়টির সঙ্গে আমি একমত নই। কারণ এটা সত্য নয়।’

Rasmika.3রাশমিকা মান্দানা।

৫ ডিসেম্বর মুক্তি পাবে ‘পুষ্পা ২’। এবারও সিনেমাটিতে প্রধান ভূমিকায় রয়েছেন আল্লু অর্জুন। সঙ্গে রয়েছেন ফাহাদ ফাসিল ও রাশমিকা মান্দানা। এরই মধ্যে সিনেমাটি দর্শকের আগ্রহ তুঙ্গে। ট্রেলার থেকে গান, প্রত্যেকটি বিষয় নিয়ে হচ্ছে তুমুল চর্চা। এমনকি ট্রেলার প্রকাশের অনুষ্ঠানে লাখো দর্শকের ঢল দেখে অনেকেই ভাবছেন, বক্স অফিসে ফের চুরমার করতে আসছে ‘পুষ্পা’।

Rasmika.1রাশমিকা মান্দানা।

সুকুমার পরিচালিত ‘পুষ্পা ২ : দ্য রুল’ নির্মিত হয়েছে প্রায় ৫০০ কোটি রুপিতে। তবে মুক্তির অনেক আগেই বিভিন্ন স্বত্ব বিক্রি করে সিনেমাটির আয় ছাড়িয়ে গেছে এক হাজার কোটি রুপি। বক্স অফিস বিশ্লেষকদের ধারণা, বড়রকমের চমক দেখাতে চলেছে সিনেমাটি।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *