Home খেলা এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতলো বাংলাদেশ
3 minggu ago

এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতলো বাংলাদেশ

আয়ারল্যান্ডকে টানা দুই ম্যাচ হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতেছে বাংলাদেশের মেয়েরা। প্রথম ওয়ানডেতে ১৫৪ রানের বড় ব্যবধানে জয়ের পর ৫ উইকেটে দ্বিতীয় ওয়ানডে জিতেছেন নিগার সুলতানারা।

শনিবার (৩০ নভেম্বর) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শুরুতে ব্যাট করে ৬ উইকেটে ১৯৩ রান করেন আইরিশ মেয়েরা। বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে এটাই তাদের সর্বোচ্চ সংগ্রহ।

দলের হয়ে ৮৮ বলে সর্বোচ্চ ৬৮ রান করেন অধিনায়ক এমি হান্টার। এছাড়া ওরলা প্রেন্ডেরগাস্ট ৩৭ ও লাউরা ডেলানি ৩৩ রান করেন।

বাংলাদেশের পক্ষে সুলতানা খাতুন ১০ ওভারে ৩২ রান দিয়ে দুটি উইকেট নেন।

১৯৪ রানের লক্ষ্য তাড়ায় নেমে ৪৩.৫তম ওভারে পাঁচ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছায় বাংলাদেশ।

বাঘিনীদের হয়ে ব্যাট হাতে ৮৯ বলে সর্বোচ্চ ৫০ করেন ফারজানা। এছাড়া সুপ্তার ব্যাট থেকে আসে ৬৩ বলে ৪৩ রান, জ্যোতি ফেরেন ৩৯ বলে ৪০ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলে। শেষে ২৯ বলে ২৯ রান করে অপরাজিত ছিলেন স্বর্ণা।

মিরপুরে নারী ওয়ানডে ক্রিকেটে এটিই সবচেয়ে বেশি রান তাড়া করে জয়ের রেকর্ড। এর আগে ১৬৭ রানের তাড়ায় পাকিস্তানকে হারিয়েছিল বাংলাদেশ। তবে ভারতের বিপক্ষে ২২৫ রান তাড়ায় ম্যাচটি টাই হয়েছিল।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *