Home বিনোদন এ আর রহমানের সঙ্গে বিচ্ছেদের পর হাজার কোটির সম্পত্তি পাচ্ছেন সায়রা!
4 minggu ago

এ আর রহমানের সঙ্গে বিচ্ছেদের পর হাজার কোটির সম্পত্তি পাচ্ছেন সায়রা!

উপমহাদেশের খ্যাতিমান সংগীতশিল্পী এ আর রহমান ও সায়রা বানু সংসার ভাঙনের বিষয়টি ভক্তরা এখনো মেনে নিতে পারছেন না। এ খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই অনুরাগীদের মন খারাপ। দীর্ঘ ২৯ বছরের এই সংসার ভাঙনে ব্যথিত এই তারকা দম্পতির তিন সন্তানেরাও।

ভারতীয় গণমাধ্যম আজকালের খবর, রহমানদের বিচ্ছেদের ধাক্কা কাটিয়ে না উঠতেই তাদের সম্পত্তির ভাগাভাগি নিয়ে শুরু হয়েছে চর্চা। তাতে প্রশ্ন থাকছে, বিচ্ছেদের পরও এ আর রহমানের থেকে কতটা সম্পত্তি পাবেন সদ্য সাবেক স্ত্রী সায়রা বানু।

বিভিন্ন স্থানীয় রীতি মতে বিচ্ছেদের পর খোরপোশ হিসেবে স্বামীর সম্পত্তির ৫০ শতাংশ সম্পত্তি পান সাবেক স্ত্রী। উল্লেখ্য, খোরপোশ হচ্ছে বিচ্ছেদের পর আইনগত ও স্থানীয় রীতি হিসেবে স্ত্রীকে ভরণপোষণের দায়িত্ব নেওয়া।

এদিকে নতুন চর্চা, নিয়ম অনুযায়ী এ আর রহমানের সম্পত্তির অর্ধেক অংশ নাকি তার স্ত্রী সায়রা বানু পাবেন। উল্লেখ্য, প্রায় পৌনে দুই হাজার কোটি রুপির মালিক এ আর রহমান। অর্থাৎ রহমানের বিপুল সম্পত্তির অর্ধেক অংশ খোরপোশ হিসেবে সায়রা বানু পেতে পারেন অন্তত ৮শ থেকে ৯শ কোটি রুপি, যা হাজার কোটি টাকারও বেশি।

Rahman-Sayraএ আর রহমান ও সদ্য সাবেক স্ত্রী সায়রা বানু।

এই ধরনের যুক্তি সামাজিক মাধ্যমে ঘুরতেই বিষয়টি পরিষ্কার করেছেন সায়রা বানুর আইনজীবী বন্দনা শাহ। গণমাধ্যমকে তিনি বলেছেন, ‘ভারতীয়দের ধারণা, বিচ্ছেদের পর ভরপোষণের জন্য স্বামীর মোট সম্পত্তির অর্ধেক অংশ সদ্য সাবেক স্ত্রী পাবেন। এই ধরনের কোনও আইন এখনও নথিভুক্ত হয়নি। এই আইন তাই রহমান-সায়রা বানুর ক্ষেত্রেও একই ভাবে প্রযোজ্য নয়।’

তিনি আরও জানিয়েছেন, আদালতে এ আর রহমান তার মোট সম্পত্তির পরিমাণ জানিয়েছেন। এবার সায়রা বানু যা দাবি করবেন, সেটি পরিস্থিতি অনুযায়ী আদালত বিবেচনা করবে।

আইনজীবীর স্পষ্ট দাবি, ভরণপোষণের বিষয়টি আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাবে। উভয় পক্ষের জমা দেওয়া যাবতীয় তথ্য এবং সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে সিদ্ধান্ত হবে। তিনি আরও জানিয়েছেন, এ আর রহমান এবং সায়রা বানু বন্ধুত্বপূর্ণ ভাবে বিচ্ছেদের পথে হাঁটছেন। তাই ভরণপোষণের প্রশ্নই ওঠে না।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *