Home খেলা সাকিবের দল ফের হারল
নভেম্বর ২৩, ২০২৪

সাকিবের দল ফের হারল

আবুধাবির টি-টেন টুর্নামেন্টে টানা দ্বিতীয় ম্যাচে হারের মুখ দেখেছে সাকিব আল হাসানের দল বাংলা টাইগার্স। এবার নিউইয়র্ক স্ট্রাইকার্সের কাছে ৭ উইকেটে হেরেছে তারা।

টস হেরে আগে ব্যাট করতে নেমে ৬৬ রানের বেশি তুলতে পারেনি বাংলা টাইগার্স। ৬৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৬ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় নিউইয়র্ক।

যার ফলে নির্ধারিত ওভারে ৮ উইকেটে মাত্র ৬৬ রানের পুঁজি পায় বাংলা টাইগার্স।

রান তাড়া করতে নেমে নিউইয়র্কের পক্ষে দোনোভান পেরেইরা ৯ বলে সর্বোচ্চ ২১ এবং ডেওয়াল্ড ব্রেভিস ১৯ রান করে দলের জয়ে অবদান রাখেন।

সাকিব অবশ্য বল হাতে উজ্জ্বল ছিলেন। ১ ওভারে মাত্র ১ রানের বিনিময়ে তিনি দুটি উইকেট নিয়েছেন। এর আগে ব্যাট হাতে দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ১৯ রান করেন সাবেক এই বাংলাদেশ অধিনায়ক।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *