Home রাজনীতি ২৪ ঘণ্টা না পেরোতেই ফের চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নভেম্বর ১৯, ২০২৪

২৪ ঘণ্টা না পেরোতেই ফের চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

চট্টগ্রামে ২৪ ঘণ্টা না পেরোতেই ফের ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কর্মীরা।

জানা গেছে, সোমবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে নগরীর ওয়াসা এলাকায় এ মিছিল করে ছাত্রলীগের ১০ থেকে ১২ জন কর্মীর একটি দল।  স্থানীয় প্রত্যক্ষদর্শীরা বলেছেন, ব্যাটারি গলির সামনে সড়কে জয় বাংলা স্লোগান দিয়েই এ মিছিল শুরু করে এক দল তরুণ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিতে দেখা যায়, মাস্ক পরিহিত তরুণেরা স্লোগান দিয়ে  ঝটিকা মিছিল নিয়ে এগিয়ে যাচ্ছে।

তারা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। চলছে লড়াই চলবে, শেখ হাসিনা লড়বে। শেখ হাসিনার সরকার, বারবার দরকার- বলে স্লোগান দেয়। অবশ্য এ মিছিলের স্থায়ীত্ব ছিল বরাবরের মতো মাত্র কয়েক মিনিটের।

এর আগে রোববার রাতেও চট্টগ্রামের প্রবর্তক মোড় এলাকায় মিছিল করে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীরা।

উল্লেখ্য, গত ৫ আগস্ট, তীব্র গণআন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হয়ে শেখ হাসিনার ভারতে পালিয়ে যাওয়ার পর, ১৮ অক্টোবর রাতে নগরীর জামালখান থেকে চেরাগী পাহাড় এলাকায় প্রায় অর্ধশত ছাত্রলীগের নেতাকর্মী স্লোগান দিয়ে মিছিল করে৷ এরপর থেকে চট্টগ্রামে এ নিয়ে তৃতীয়বার ছাত্রলীগ কর্মীদের মিছিল হল।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *