Home রাজনীতি মানুষকে জিম্মি করে আন্দোলন না করার পরামর্শ আইন উপদেষ্টার
নভেম্বর ১৯, ২০২৪

মানুষকে জিম্মি করে আন্দোলন না করার পরামর্শ আইন উপদেষ্টার

চাইলেই রাতারাতি কোনো সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয় করা সম্ভব না, এটা অযৌক্তিক চাওয়া বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। একইসাথে তিনি সাধারণ মানুষকে জিম্মি করে আন্দোলন না করার পরামর্শ দিয়েছেন।

মঙ্গলবার ‘অন্তর্বর্তী সরকারের ১০০ দিন: আইন মন্ত্রণালয়ের কৈফিয়ত’ শীর্ষক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ পরামর্শ দেন।

এসময় সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশ্য করে আইন উপদেষ্টা বলেন, সরকারকে আন্দোলনকারীরা কিছুটা পেয়ে বসেছে। তবে সরকার যখন কঠোর হবে তখন কঠোর হবার মতোই হবে।

তিনি বলেন, ট্রেনে আক্রমণ করে শিশু ও নারীসহ অনেককে আহত করা অমানবিক।

সাধারণ মানুষকে জিম্মি করে আন্দোলন না করার পরামর্শ দিয়ে আসিফ নজরুল বলেন, চাইলেই রাতারাতি কোনো সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয় করা সম্ভব না, এটা চাওয়া অযৌক্তিক।

এদিকে তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে সরকারের ইতিবাচক সিদ্ধান্তের অপেক্ষায় শিক্ষার্থীরা। দ্বিতীয় দিনে সড়ক কিংবা রেলপথ অবরোধ থেকে সরে এসে কলেজ ‘ক্লোজডাউন’ কর্মসূচি পালন করছেন তারা। তবে সরকারি সিদ্ধান্ত পক্ষে না এলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে আন্দোলনকারীদের সংগঠন ‘তিতুমীর ঐক্য’।

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে এসে মহাখালী রেলক্রসিং এলাকায় সড়ক ও রেলপথ অবরোধ করেন। বিকেল ৪টা পর্যন্ত এই অবরোধ চলে। এতে চরম দুর্ভোগে পড়েন সড়ক ও রেলপথের যাত্রীরা।

এদিকে, তিতুমির কলেজের ছাত্রদের অযৌক্তিক আন্দোলনের নিন্দা করেছে ঢাকা করেছে ঢাকা কলেজের শিক্ষার্থীরা। তাদের আন্দোলন হঠকারিমূলক এবং এর সাথে ছাত্রলীগের সম্পৃক্ততা আছে বলেও অভিযোগ রয়েছে।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *