Home বিনোদন জন্মদিনে শ্রোতাদের জন্য রুনা লায়লার উপহার
নভেম্বর ১৭, ২০২৪

জন্মদিনে শ্রোতাদের জন্য রুনা লায়লার উপহার

আজ ১৭ নভেম্বর কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লার জন্মদিন। বিশেষ এই দিনে চমক নিয়ে হাজির হলেন এই বরেণ্য শিল্পী। এক ভিডিও বার্তায় রুনা লায়লা সেই চমকের কথা প্রকাশ করেছেন।

রুনা লায়লা জানান, আমার প্রতি জন্মদিনে আপনারা অনেক অনেক শুভেচ্ছা বার্তা পাঠান, ভালোবাসা দেন, অনেক অনেক উপহারও দেন। সেই সঙ্গে আপনাদের দোয়া-আশীর্বাদ—এসব তো থাকেই। কিন্তু আজ আমি ভেবেছি, এবারের জন্মদিনে আপনাদের একটা উপহার দেব।

কণ্ঠশিল্পীর নিজস্ব ইউটিউব প্ল্যাটফর্মে থাকবে তার ৬০ বছরের সংগীতজীবনের বিভিন্ন সব অভিজ্ঞতা। গান থাকবে, পাশাপাশি থাকবে গল্প ও সাক্ষাৎকার।

দীর্ঘ সংগীতজীবনে রুনা লায়লা বিশ্বের বিভিন্ন দেশের অনেক শিল্পী ও কলাকুশলীর সঙ্গে কাজ করেছেন। গান নিয়ে ভ্রমণ করেছেন বিশ্বের বিভিন্ন দেশ। এসব অভিজ্ঞতাও তিনি তার এই ইউটিউব প্ল্যাটফর্মে বিভিন্ন সময় তুলে ধরবেন বলেও জানান।

(https://www.youtube.com/@TheRunaLaila) ভিডিও ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করার অনুরোধ জানিয়েছেন সংগীতশিল্পী।

রুনা লায়লা বলেন, গানের জগতে আমার ৬০ বছরের পথচলায় যা কিছু করেছি এবং আগামীতে কী করতে চাই, সবই আপনাদের সঙ্গে ভাগাভাগি করতে চাই। এই যাত্রায় আপনাদের সবাইকে পাশে চাই। আপনাদের ভালোবাসা যেন থাকে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নিজের যত্ন নেবেন।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *