Home বিনোদন মহানগর-৩ না এলে রাজুতে অনশন, যা বললেন নির্মাতা
নভেম্বর ১৬, ২০২৪

মহানগর-৩ না এলে রাজুতে অনশন, যা বললেন নির্মাতা

২০২৩ সালের ২০ এপ্রিলে ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে মুক্তি পায় সিরিজ ‘মহানগর-২’। এর পর কেটে গেছে প্রায় দুই বছর। অথচ ‘মহানগর-৩’ আসবে কী আসবে না, তা নিয়ে এখনো স্পষ্টভাবে নিশ্চিত হওয়া যায়নি। কিন্তু দর্শকরা ‘মহানগর-৩’ নিয়ে অধীর আগ্রহে রয়েছেন বলে একটি সূত্রে জানা গেছে।

সিরিজটির পুরো রহস্য জানতে এখনো মুখিয়ে আছেন দর্শকরা। তাই সিরিজটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনদের শোরগোল কম নয়। তবে ‘মহানগর ৩’ আসবে কিনা নির্মাতা এ বিষয়ে এখনো স্পষ্ট বক্তব্য দেন।

এর আগে নির্মাতা আশফাক নিপুনের পরিচালনায় আসে ‘মহানগর’। সেই সিরিজটি দর্শকদের মাঝে বেশ ঝড় ওঠে। তারই ধারাবাহিকতায় দুই বছর পর নির্মিত হয় ‘মহানগর-২’। আশফাক নিপুনের নির্মিত এই ওয়েব সিরিজটির প্রথম পর্বেই ব্যাপক সাড়া ফেলে দিয়েছিল। তারপরই পরিচালক দর্শকদের আগ্রহের কারণে ‘মহানগর-’ নিয়ে আসেন। আর তাতে যেন আরও ব্যাপক সাড়া মেলে দর্শকদের মাঝে। দ্বিতীয় পর্বে দুর্দান্ত সাসপেন্স রেখেছিলেন নির্মাতা। এর প্রেক্ষিতে মহানগর সিরিজের তৃতীয় কিস্তি যে আসবে, গল্পের শেষটা এমনই ইঙ্গিত দিয়ে রেখেছেন বলে মনে করছেন দর্শকরা।

তবে মহানগর ৩ আসবে কী আসবে না, সে বিষয়ে এখনো সরাসরি কিছু বলেননি নির্মাতা আশফাক নিপুণ। বলে রাখা ভালো— ‘মহানগর-২’ অমীমাংসিত থেকে যায়। সিরিজের মুখ্য চরিত্র ওসি হারুনকে হত্যা! যে চরিত্রে উপযুক্ত মুখ হয়ে ফুটিয়ে তুলেছিলেন অভিনেতা মোশাররফ করিম।

সম্প্রতি এক সাক্ষাৎকারে মুখ্য চরিত্র ওসি হারুনখ্যাত মোশাররফ করিম ‘মহানগর-৩’ প্রসঙ্গে বলেন, ‘মহানগর-৩ এর বিষয়টি নিপুণই ভালো বলতে পারবে। কিন্তু আমি শুনছি যে এটা হবে।’

যেহেতু গল্পে ওসি হারুনকে হত্যার বিষয়টি চলে আসে, সে প্রসঙ্গে দর্শকদের মনে ধোঁয়াশা তৈরি হয়, পরের গল্পে মোশাররফ করিম তথা ওসি হারুন থাকছেন কিনা। এ প্রসঙ্গে তিনি বলেন, সেখানে (‘মহানগর-৩’) আমি থাকব কী থাকব না, সেটি জানি না।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি এক নেটিজেন একটি পোস্ট করে লিখেছেন— ‘আশফাক নিপুন যদি দ্রুত সময়ের মধ্যে মহানগর-৩ রিলিজ না করে, তাহলে রাজুতে অনশন শুরু করার সিদ্ধান্ত নিয়েছি’।

যদিও সেই নেটিজেন পোস্টটি মজার ছলে লিখেছেন বলে ধরে নেওয়া যায়। বিষয়টি আবার নিজের টাইমলাইনে শেয়ার করে নেন পরিচালক আশফাক নিপুন। নির্মাতার সেই মন্তব্যের ঘরে পোস্টটি নিয়ে ভক্তদের সঙ্গে মজাও করেন তিনি। তবে নেটিজেনদের একাংশ মনে করছেন— যদি ‘মহানগর-৩’ আসেও, তাহলে দেশের পটপরিবর্তনের প্রেক্ষাপটে আরও চমৎকার কিছু থাকতে পারে সিরিজটিতে; বের হতে পারে অজানা আরও অনেক রহস্য।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *