Home বানিজ্য মার্কিন ডলারের দাম ৬ মাসের মধ্যে সর্বোচ্চ
নভেম্বর ১৪, ২০২৪

মার্কিন ডলারের দাম ৬ মাসের মধ্যে সর্বোচ্চ

বিশ্বে গত ৬ মাসের মধ্যে সর্বোচ্চ দামে বিক্রি হয়েছে মার্কিন ডলার। প্রধান মুদ্রাগুলোর বিপরীতে বুধবার এই দাম উঠে।

অন্যদিকে জাপানি ইয়েনের দাম কমে জুলাইয়ের পর সর্বনিম্ন হয়েছে। মূলত ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ডলারে দাম আরও বেড়েছে। চলতি বছরের মে মাসের পর মার্কিন মুদ্রাটির দাম বেড়ে সর্বোচ্চ হয়েছে।

বিনিয়োগকারীরা মনে করছেন, ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর মার্কিন সরকার একদিকে ট্যাক্স হার কমাবে, অন্যদিকে বাড়াবে বাণিজ্য শুল্ক। মূল্যস্ফীতি কমাতেও পদক্ষেপ নেবে নতুন প্রশাসন।

বার্কলেসের এফএক্স ও ইএম ম্যাক্রো কৌশলের প্রধান মিতুল কোটেচা বলেছেন, কংগ্রেসের পূর্ণ নিয়ন্ত্রণের পথে রিপাবলিকানরা। ফলে প্রেসিডেন্ট এজেন্ডা বাস্তবায়নে অধিক ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। তাছাড়া যুক্তরাষ্ট্রে এই মুহূর্তে নজর থাকবে মূল্যস্ফীতির ওপর। কারণ অক্টোবরে দেশটির ভোক্তা মূল্যসূচক বাড়তে পারে শূন্য দশমিক ৩ শতাংশ। এর আগের মাসেও মূল্যসূচক বেড়েছে।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *