Home বিনোদন মল্লিকার প্রতি দুর্বল আরিয়ান, ছেলের কাছে যে আবদার শাহরুখের
নভেম্বর ১৪, ২০২৪

মল্লিকার প্রতি দুর্বল আরিয়ান, ছেলের কাছে যে আবদার শাহরুখের

বেশ কয়েক বছর আগে করণ জোহরের শোয়ে আরিয়ান খানকে নিয়ে প্রশ্ন করা হলে শাহরুখ যে উত্তর দেন, তাতে খানিকটা অপ্রস্তুত হয়ে পড়েন সঞ্চালক।

বলিউড বাদশাহ শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের প্রেমজীবন নিয়ে চর্চা রয়েছে নানা মহলে। এমনিতেই বাদশাহর ছেলে হওয়ার কারণে তার জীবন নিয়ে নানা কৌতূহল রয়েছে। তবে ছেলেমেয়েকে কখনো কঠোর অনুশাসনে মানুষ করেননি গৌরী-শাহরুখ। বরং তাদের বন্ধু হয়েই মেশেন। কিন্তু এমন কি বললেন শাহরুখ খান যে কারণে সঞ্চালক নিজেও অবাক হন।

আনন্দবাজার সূত্রে জানা যায়, সে বার করণ জোহরের কফির শোয়ে বাদশাহ শাহরুখ খানের সঙ্গে এসেছিলেন অভিনেত্রী কাজল। অভিনেতাকে প্রশ্ন করা হয়েছিল— তার ছেলে আরিয়ান যদি মল্লিকা শেরওয়াতের প্রতি দুর্বলতা তৈরি হয় তা হলে তিনি কী করবেন?

যদিও সেই সময় আরিয়ান অনেক ছোট। অন্যদিকে তত দিনে সাহসী পোশাক, সাহসী দৃশ্যে অভিনয়ের জন্য মল্লিকা অল্প সময়েই যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করে ফেলেন। স্বাভাবিকভাবে তাকে নিয়ে উৎসাহ ছিল দর্শক মহলেও।

সে কারণে কর্ণের এমন প্রশ্ন শুনে হাসতে হাসতে শাহরুখ জবাব দেন— মল্লিকাকে যদি আমার ছেলের পছন্দ হয়, সে নিশ্চয়ই তার সঙ্গে খেলবেই, আর কী করবে! আমি বলব— আমায়ও একটু খেলার সুযোগ করে দিতে। শাহরুখের এহেন উত্তর শুনে অবাক হয়ে যান কাজল।

উল্লেখ্য, আরিয়ান এখন প্রাপ্তবয়স্ক। খুব শিগগিরই বলিউডে অভিষেক ঘটছে তার। অভিনেতা হিসেবে নয়, পরিচালক হওয়ার ইচ্ছে শাহরুখপুত্র আরিয়ান খানের।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *