Home খেলা বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ম্যাক্সওয়েল ঝড়, হার দেখল পাকিস্তান
নভেম্বর ১৪, ২০২৪

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ম্যাক্সওয়েল ঝড়, হার দেখল পাকিস্তান

স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডেতে জয়লাভের ধারাবাহিকতা টি-টোয়েন্টি সিরিজেও ধরে রাখতে চেয়েছিল পাকিস্তান। তবে সেটা আর হয়নি। ব্রিসবেনে অনুষ্ঠিত প্রথম টি-টোয়েন্টি ম্যাচে অসিদের কাছে হেরে সিরিজ শুরু করল মোহাম্মদ রিজওয়ানের দল।

বৃহস্পতিবার পাকিস্তানকে ২৯ রানে পরাজিত করে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল অস্ট্রেলিয়া।

ব্রিসবেনের গ্যাবা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি বৃষ্টির কারণে মাত্র ৭ ওভারে সীমিত করা হয়। প্রথমে ব্যাট করতে নেমে গ্লেন ম্যাক্সওয়েলের দুর্দান্ত ৪৩ রান ও মার্কাস স্টয়নিসের ২১ রানের ইনিংসে ভর করে ৯৪ রানের লক্ষ্য নির্ধারণ করে অস্ট্রেলিয়া।

শুরুতে ম্যাক্সওয়েল দ্রুত রান তুলে অস্ট্রেলিয়াকে ৩৩ রানে নিয়ে যান। কিন্তু হারিস রউফ একটি দারুণ ওভারে ম্যাথিউ শর্টকে আউট করে প্রতিরোধ গড়ে তোলেন। এরপরও ম্যাক্সওয়েল রউফের পরের ওভারে দুটি ছক্কা ও একটি চার মেরে নিজের ইনিংসকে এগিয়ে নেন। শেষমেশ মাত্র ১৯ বলে ৪৩ রান করে আউট হন ডানহাতি এই মারকুটে।

অন্যদিকে স্টয়নিস নাসিম শাহর কর শেষ ওভারে ২০ রান তুলে নিয়ে অস্ট্রেলিয়ার স্কোরকে ৯৩ রানে পৌঁছে দেন।

পাকিস্তানের হয়ে আব্বাস আফ্রিদি ২টি উইকেট এবং হারিস রউফ ও নাসিম শাহ একটি করে উইকেট লাভ করেন।

ম্যাচটি বৃষ্টির কারণে ২ ঘণ্টা ২০ মিনিট বিলম্বিত হওয়ায় মাত্র ৭ ওভারে সীমাবদ্ধ করা হয়। যার ফলে প্রতিটি দলই দ্রুত রান তুলতে চেষ্টা করেছে।

আর এতেই মূলত নিজেদের বিপদ ডেকে আনে পাকিস্তান। বড় স্কোর করতে পারেননি কেউই। সর্বোচ্চ ২০ রান আসে আটে নামা আব্বাস আফ্রিদির ব্যাট থেকে। আর দ্বিতীয় সর্বোচ্চ ১২ রান করেন সাতে নামা হাসিবুল্লাহ খান।

তবে তাতে কেবল ব্যবধানই কিছুটা কমাতে পেরেছে পাকিস্তান। অসি বোলারদের তোপের মুখে নির্ধারিত ৭ ওভারে ৬৪ রানই তুলতে পেরেছে, ৯ উইকেট হারিয়ে।

স্বাগতিকদের জ্যাভিয়ার বার্টলেট ও ন্যাথান এলিস ৩টি করে এবং অ্যাডাম জাম্পা ২টি ও স্পেন্সার জনসন একটি উইকেট শিকার করেন।

এর আগে মোহাম্মদ রিজওয়ান অধিনায়কত্বে প্রথম ওয়ানডেতে হেরে যাওয়ার পর ২-১ ব্যবধানে সিরিজ জয় করে পাকিস্তান। যা ছিল অস্ট্রেলিয়ায় ২২ বছরের মধ্যে তাদের প্রথম ওয়ানডে সিরিজ জয়।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *