Home বিশ্ব ইসরাইলে পরবর্তী মার্কিন রাষ্ট্রদূত হচ্ছেন কট্টর ইহুদিপন্থি হাকাবি
নভেম্বর ১৩, ২০২৪

ইসরাইলে পরবর্তী মার্কিন রাষ্ট্রদূত হচ্ছেন কট্টর ইহুদিপন্থি হাকাবি

আরকানসাসের সাবেক গভর্নর এবং রক্ষণশীল রাজনীতিক মাইক হাকাবিকে ইসরাইলের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে ঘোষণা করেছেন নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডােনাল্ড ট্রাম্প। হাকাবি পশ্চিম তীরে ইহুদি বসতি স্থাপনের ক্ষেত্রে কট্টর সমর্থক।

বিশ্বের অনেক দেশ পশ্চিম তীরে ইসরাইলি বসতি স্থাপনকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন মনে করে, যদিও ইসরাইল এতে বিরোধিতা করে।

মঙ্গলবার (১২ নভেম্বর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে টাইমস অব ইসরাইল

মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প এক বিবৃতিতে বলেন, ‘তিনি (মাইক হাকাবি) ইসরাইলের মানুষ এবং ইসরাইলকে ভালবাসেন এবং একইভাবে ইসরাইলের লোকেরাও তাকে ভালবাসেন। মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য মাইক অক্লান্ত পরিশ্রম করবে’।

হাকাবি তার ইসরাইলপন্থি দৃঢ় অবস্থানের জন্য পরিচিত এবং অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলে ইসরাইলি বসতি সম্প্রসারণকে প্রকাশ্যে সমর্থন করেছেন, যা তাকে আন্তর্জাতিক রাজনীতিতে একটি বিতর্কিত ব্যক্তিত্বে পরিণত করেছে। তিনি জেরুজালেমে মার্কিন দূতাবাস স্থানান্তরের সমর্থকও ছিলেন।

যদি ট্রাম্পের ঘোষণা অনুযায়ী, হাকাবিকে ইসরাইলে রাষ্ট্রদূত হিসাবে মনোনীত বা নিযুক্ত করা হয়, তবে এটি সম্ভবত মার্কিন কূটনীতিতে ইসরাইলি নীতির ধারাবাহিকতার নির্দেশ। হাকাবির রাষ্ট্রদূত হওয়ার মাধ্যমে, ইসরাইলের বসতি স্থাপন নীতির সমালোচকদের সাথে উত্তেজনা সৃষ্টি করতে পারে।

এই নিয়োগ মধ্যপ্রাচ্যে মার্কিন নীতির উপর বৃহত্তর রাজনৈতিক বিভাজনের প্রতিফলন ঘটাবে, যেখানে রক্ষণশীল কণ্ঠস্বর প্রায়ই ইসরাইলের বসতি স্থাপনের অধিকারকে সমর্থন করে।

ফিলিস্তিনির সমস্যা সমাধানে ইসরাইলে প্রয়োজন ছিল উদার ভারসাম্যপূর্ণ মার্কিন নীতি। কিন্তু কট্টরপন্থি হাকাবিকে নিয়োগ দিয়ে পরিস্থিতি আরো জটিল করল মার্কিন যুক্তরাষ্ট্র।

২০১৮ সালে প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্রের ইসরাইল দূতাবাস তেল আবিব থেকে জেরুজালেমে সরিয়ে নেন ট্রাম্প। মূলত এর মাধ্যমে জেরুসালেমকে ইসরাইলের রাজধানী হিসাবে স্বীকৃতি দেন তিনি। এই সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যের সংঘাত এবং উত্তেজনা বৃদ্ধির জন্য বড় পদক্ষেপ হিসেবে ইতিহাসে থেকে যাবে।  আর এবার দ্বিতীয়বার ক্ষমতায় এসে আবারও হটকারি সিদ্ধান্ত নিচ্ছেন ট্রাম্প।

এছাড়া ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার ঘোষণা করেছেন, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার নেতৃত্ব দেওয়ার জন্য জাতীয় গোয়েন্দা বিভাগের সাবেক পরিচালক জন র‍্যাটক্লিফকে মনোনীত করছেন তিনি।

তিনি আরও বলেন, ফক্স নিউজের উপস্থাপক পিট হেগসেথ পরবর্তী প্রতিরক্ষামন্ত্রী এবং তার দীর্ঘদিনের বন্ধু স্টিভেন উইটকফকে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত হিসেবে বেছে নিয়েছেন।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *