Home বিনোদন এবার ট্রাম্পের কাছে চিঠি লিখেছেন জ্যাকুলিনের প্রেমিক সুকেশ
নভেম্বর ১৩, ২০২৪

এবার ট্রাম্পের কাছে চিঠি লিখেছেন জ্যাকুলিনের প্রেমিক সুকেশ

আমেরিকার নির্বাচনে জয়ী হওয়ার জন্য ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়েছেন সুকেশ চন্দ্রশেখর। এমনকি ট্রাম্পকে ‘বড়দা’ বলে সম্বোধন করেছেন তিনি। যদিও এসবই করেছেন কারাবাসে বসে। কিন্তু তার জন্য প্রেমে এক বিন্দুও ঘাটতি নেই সুকেশ চন্দ্রশেখরের।

২০০ কোটি টাকার প্রতারণার অভিযোগ তার বিরুদ্ধে। কিন্তু কারাবাস থেকেই প্রায় প্রেমিকা জ্যাকুলিন ফার্নান্দেজের জন্য প্রেমপত্র লিখে পাঠান তিনি। প্রেমিকার জন্মদিনে তার প্রেম উজাড় করে দেওয়া উন্মাদনার কথাও অনেকেই জানেন। এবার প্রেয়সীর জন্য সোজা চিঠি লিখলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে।

আনন্দবাজার প্রতিবেদনে বলা হয়েছে, আমেরিকার নির্বাচনে জয়ী হওয়ার জন্য ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়েছেন সুকেশ চন্দ্রশেখর। এমনকি ট্রাম্পকে ‘বড়দা’ বলে সম্বোধন করেছেন তিনি। তার সঙ্গে প্রেমিকার জন্য একটি আর্জিও রেখেছেন এ ব্যবসায়ী। সুকেশ তার চিঠিতে লিখেছেন— আপনার সঙ্গে শেষ সাক্ষাৎ আজও মনে আছে। সেটি প্রায় এক যুগ আগের কথা। আপনি একটা পরামর্শ দিয়েছিলেন। আপনি বলেছিলেন—এই পৃথিবী যেমন, তেমনভাবেই গ্রহণ করুন বা আপনি যেভাবে দেখতে চান, সেভাবেই দেখুন। সেই কথাগুলো আমার কানে আজ আবার বাজল। আমাকে এমন উৎসাহ ও ভালোবাসা দেওয়ার জন্য তোমাকে ভালোবাসি ভাই।

আমেরিকায় বিনিয়োগ করার ইচ্ছেও প্রকাশ করেন সুকেশ চন্দ্রশেখর। ডোনাল্ড ট্রাম্প নাকি আরও একটি পরামর্শ দিয়েছিলেন সুকেশকে। আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট বলেছেন—নিজের প্রেয়সীকে সবসময় সম্মান দিয়ে রাখবেন। সবসময় তাকে মাথায় তুলে রাখবেন। সে কারণেই নাকি আমেরিকায় এক স্টুডিওতে ১৩৫ মিলিয়ন ডলার বিনিয়োগ করতে চান তিনি। জ্যাকুলিনের জন্যই তার এই বিনিয়োগ পরিকল্পনা।

উল্লেখ্য, সুকেশের সঙ্গে সম্পর্কে থাকায় বিতর্কে নাম জড়ায় জ্যাকুলিনেরও। ২০২১ সাল থেকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হচ্ছেন বলি অভিনেত্রী। আদতে শ্রীলংকার নাগরিক হলেও অনেক দিন বলিউডের সঙ্গে যুক্ত জ্যাকুলিন। অভিযোগ রয়েছে— সুকেশ চন্দ্রশেখর সমাজের উঁচুতলার ব্যক্তিদের ফাঁদে ফেলে আর্থিক প্রতারণা করতেন।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *