Home খেলা মুশফিকের পর ওয়েস্ট ইন্ডিজ সফরে মোস্তাফিজকে নিয়েও শঙ্কা
নভেম্বর ১০, ২০২৪

মুশফিকের পর ওয়েস্ট ইন্ডিজ সফরে মোস্তাফিজকে নিয়েও শঙ্কা

চলতি মাসের শেষের দিকে ওয়েস্ট ইন্ডিজ সফর করবে বাংলাদেশ ক্রিকেট দল। সেখানে দুটি টেস্ট ও তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে নাজমুল হোসেন শান্তর দল। তবে এই সিরিজের বেশ আগেই কিছুটা দুশ্চিন্তায় পড়েছে দল।

আফগানিস্তানের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে খেলার সময় আঙুলে চোট পান মুশফিকুর রহিম। এর ফলে এই সিরিজে আর মাঠে নামা হচ্ছে না তার। একই কারণে ক্যারিবিয়ানদের বিপক্ষে টেস্ট সিরিজেও খেলা হবে না তার।

এবার শোনা যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাদা বলের দুই সিরিজে দেখা যাবে না মোস্তাফিজুর রহমানকেও। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে ক্যারিবিয়ানদের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ থেকে ছুটি চেয়েছেন এই বাঁহাতি পেসার। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে বিসিবি একটি সূত্র।

যেহেতু মোস্তাফিজ টেস্ট খেলেন না, তাই ওয়েস্ট ইন্ডিজ সফরে তার দলের সঙ্গী হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। যদিও ছুটির বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি বিসিবি।

প্রসঙ্গত,  আগামী ২২ নভেম্বর শুরু হবে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফর। ম্যাচটি হবে অ্যান্টিগায়। এরপর ৩০ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টের ভেন্যু জ্যামাইকা।

টেস্ট সিরিজ শেষে সেন্ট কিটসে যাবে দুই দল। সেখানে হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচটি হবে ৮ ডিসেম্বর। একদিনের বিরতির পর ১০ ডিসেম্বর দ্বিতীয় ম্যাচ। আর সিরিজের শেষ ও তৃতীয় ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে ১২ ডিসেম্বর।

ওয়ানডে সিরিজের পর দুই দিনের বিরতি। এরপর শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ । ১৫ ডিসেম্বর সিরিজের প্রথম টি-টোয়েন্টি। একদিন বিরতির পর দ্বিতীয় ম্যাচ ১৭ ডিসেম্বর। আর সিরিজের শেষ ম্যাচটি ১৯ ডিসেম্বর। টি-টোয়েন্টি সিরিজের তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে সেন্ট ভিনসেন্টে।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *