Home জাতীয় ইব্রাহীম মন্ডল চারু শিল্পী পরিষদের সভাপতি পুনঃনির্বাচিত
নভেম্বর ১০, ২০২৪

ইব্রাহীম মন্ডল চারু শিল্পী পরিষদের সভাপতি পুনঃনির্বাচিত

বাংলাদেশ চারু শিল্পী পরিষদের জাতীয় সম্মেলন শেষে আগামী সেশনের জন্য কমিটি ঘোষণা করা হয়েছে। এত পরিচালনা পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন ইব্রাহীম মন্ডল। সেক্রেটারী নির্বাচিত হয়েছেন  মুফাচ্ছির আহমেদ ফয়েজী।

আজ শনিবার (৯ নভেম্বর) সদস্যদের ভোটে নতুন সেশনের জন্য পরিচালনা পরিষদ গঠিত হয়।

পরিচালনা পরিষদে অন্যান্য পদে নির্বাচিতরা হলেন: সহসভাপতি : ড. শাহ মোহাম্মদ আব্দুর রহীম, সহকারী সেক্রেটারি সাইফুল্লাহ সাফা, মোল্লা হানিফ, নাসির উদ্দীন সজল, তাওহীদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক :উসামা হক, মুহিবুল্লাহ গালিব, দপ্তর সম্পাদক : ওহিদ সলিম, গবেষণা সম্পাদক : ড. সাইফুল্লাহ মানসুর, প্রশিক্ষণ সম্পাদক : আমিনুল ইসলাম আমিন, অর্থ সম্পাদক : মঞ্জুর হোসেন, ক্যালিগ্রাফি বিষয়ক সম্পাদক : উসমান হায়াত, প্রদর্শনী বিষয়ক : মোস্তফা কাইয়্যুম ভূইয়া, প্রকাশনা বিষয়ক সম্পাদক : এইচ এম নিরব, কার্টুন বিষয়ক সম্পাদক : ড. মুকাদ্দিম,
প্রচার ও মিডিয়া সম্পাদক : আফজাল হোসাইন, শিল্পী কল্যাণ সম্পাদক : আলী মেজবাহ,মহিলা বিষয়ক সম্পাদক : নাজমা আক্তার,  ও সহকারী : সিদ্দিকা আফরিন লামি।

এছাড়া ছয় সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদে আছেন:১.ড. আব্দুস সাত্তার (প্রধান উপদেষ্টা) ২. ড. আ.জ.ম ওবায়েদুল্লাহ ৩. অধ্যাপক ড. নাজমা খান মজলিকা ৪. অধ্যাপক ড. মিজানুর রহমা ফকির ৫. অধ্যাপক ড. কামরুল হাসান ৬.অধ্যাপক আব্দুল আজিজ।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *