Home জাতীয় শ্রমিক অসন্তোষে তৃতীয় পক্ষের ইন্ধন থাকলেই ব্যবস্থা: শ্রম সচিব
নভেম্বর ১০, ২০২৪

শ্রমিক অসন্তোষে তৃতীয় পক্ষের ইন্ধন থাকলেই ব্যবস্থা: শ্রম সচিব

শ্রমিক অসন্তোষের পেছনে তৃতীয় কোনো পক্ষের ইন্ধন থাকলে আইন দিয়ে দমন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শ্রম সচিব এই এইচ এম সফিকুজ্জামান।
রবিবার (১০ নভেম্বর) দুপুরে সচিবালয়ের শ্রম মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি দেন তিনি।
শ্রম সচিব বলে, ‘শ্রমিকদের দাবি করা ১৮ দফার প্রায় সবকটিই বাস্তবায়ন হয়েছে। ১৮ বা ১৯টি পোশাক কারখানা শ্রমিকদের বেতন দিতে পারছে না। এসব কারখানার মালিকদের সঙ্গে যোগাযোগ করে সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘আগামী মার্চের আগে শ্রম আইনের আপডেটেড ভার্সন অর্ডিনেন্স হিসেবে প্রকাশ করা হবে।’
শ্রম সচিব বলেন, ‘এ বছর আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) গভর্নিং বডিতে বাংলাদেশ নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। বাংলাদেশের ভাবমূর্তি ঠিক রয়েছে।’

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *