Home খেলা মুশফিকের বিকল্প কে জানালেন মিরাজ
নভেম্বর ৯, ২০২৪

মুশফিকের বিকল্প কে জানালেন মিরাজ

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে আফগানিস্তানের বিপক্ষে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। সিরিজ বাঁচানোর ম্যাচে বাংলাদেশ স্কোয়াডে দুঃসংবাদ হয়ে এসেছে চোটের কারণে দলের অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিমের না থাকা। সিরিজে লিটন দাস না থাকায় এ ম্যাচে তাই উইকেটকিপার ব্যাটারকেই নামাতে হচ্ছে বাংলাদেশকে। এর বাইরে ভাবার সুযোগ নেই।

ম্যাচের আগে মেহেদী হাসান মিরাজও জানালেন তেমনটিই। খোলাসা করলেন একাদশে মুশফিকের জায়গায় সুযোগ পেতে যাচ্ছেন উইকেটরক্ষক ব্যাটার জাকের আলি অনিক।

মুশফিকের বিকল্প কে জানিয়ে মিরাজ বলেন, ‘দলের সমন্বয়ের কথা যদি বলেন দেখুন, আমাদের কিন্তু অপশনও খুব বেশি নেই। লিটন দাস অসুস্থ, সে থাকলে দলের সমন্বয়টা আরও ভালো থাকতো হয়ত। যেহেতু ওইরকম সুযোগ নেই, জাকের আলির জন্য বেস্ট অব লাক।

মিরাজ আরও বলেন, ‘ওর জন্য ভালো একটা সুযোগ। সুযোগ আসছে, ও যদি শতভাগ দিতে পারে অবশ্যই ওর নিজের ক্যারিয়ারের জন্যও ভালো, দেশের জন্যও ভালো হবে।’

প্রথম ম্যাচে ৭১ রানে ৫ উইকেট হারালেও পরে শেষ পর্যন্ত স্কোরবোর্ডে আফগানিস্তান জমা করে ২৩৫ রান। যার জন্য মধ্য ওভারে স্পিনারদের দুর্বলতা দেখেন মিরাজ। বলেন, ‘যেহেতু আমাদের পেস বোলাররা ভালো বোলিং করেছে, খুব দ্রুত পাঁচটা উইকেট নিয়েছে। আমরা মিডল অর্ডারে উইকেট পাইনি, ওরা শতরানের জুটি গড়েছে। আমি মনে করি বোলিংয়ে আমাদের পেস বোলাররা খুবই ভালো বোলিং করেছে।’

তিনি আরও বলেন, ‘দারুণ শুরু করেছে ফিজ, শরিফুল, তাসকিন তিনজনই। কিন্তু আমার কাছ থেকে যতটা প্রত্যাশা ছিল ওতটা আমি পূরণ করতে পারিনি আমি মনে করি। মিডল ওভারে আমি আর রিশাদ যদি দুইটা উইকেট বের করতে পারতাম তাহলে আমাদের জন্য সহজ হয়ে যেতো। হয়ত আমি রান কম দিয়েছি কিন্তু দল আমার কাছে প্রত্যাশা করে উইকেট এনে দেয়া। কারণ আমার ভূমিকাটা খুবই গুরুত্বপূর্ণ দলে। আমি যদি উইকেট নিতে পারি, রান করতে পারি তাহলে আমি মনে করি বাংলাদেশ দলের জয়ে ভূমিকা রাখে।’

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *