Home সারাদেশ নলছিটিতে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাট্য  র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত। 
নভেম্বর ৯, ২০২৪

নলছিটিতে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাট্য  র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত। 

বালী তাইফুর রহমান তূর্য, নলছিটি, ঝালকাঠি প্রতিনিধিঃ
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে, নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে এই কর্মসূচি পালিত হয়।
এসময় নলছিটি উপজেলার সর্ববৃহৎ বাজার তালতলা বাজার বাসস্ট্যান্ড থেকে র‍্যালিটি শুরু হয়ে বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করেন। র‍্যালি শেষে বাজার ব্রীজ এলাকায় শুরু হয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা।
এসময় বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আঃ কাদের খান,ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি জাহাঙ্গীর সরদার, স্বেচ্ছাসেবক দলের যুগ্ন-আহবায়ক সরদার সাইফুল ইসলাম, ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ন-আহবায়ক তরিকুল ইসলাম মিঠু, উপজেলা ছাত্রদলের যুগ্ন-আহবায়ক ইমরান সরদার হিরু,
এসময় বক্তারা ঐতিহ্যবাহী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন। ৭ নভেম্বর জাতীয় বিপ্লবের মাধ্যমে এদেশে বহুদলীয় গনতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন স্বাধীনতার ঘোষক শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমান। আগামীতে তার সুযোগ্য সন্তান দেশনায়ক তারেক রহমান নেতৃত্বে এদেশে আবার গনতন্ত্র পূর্ন প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ।
এসময় উপস্থিত ছিলেন সুবিদপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আঃ কুদ্দুস, সহ-সভাপতি জাহাঙ্গীর সরদার, প্রচার সম্পাদক মোঃ মকবুল হোসেন, সেলিম হাওলাদার, কাদের হাওলাদার, শ্রমিকদলের সভাপতি আঃ আজিজ খান,স্বেচ্ছাসেবক দল নেতা মুজাম্মেল আরিন্দা,সামীম হাওলাদার, যবদল নেতা নুরুল হক,মিলন জোমাদ্দার,সোহেল, সুজন,জালাল,ছাত্রদল নেতা শাহীন,টিটু সহ আরো অনেকে।
আলোচনা সভা শেষে বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওঃ এমদাদুল হক।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *