Home খেলা কিং-কার্টির সেঞ্চুরিতে ইংলিশদের সিরিজ হারাল ওয়েস্ট ইন্ডিজ
নভেম্বর ৭, ২০২৪

কিং-কার্টির সেঞ্চুরিতে ইংলিশদের সিরিজ হারাল ওয়েস্ট ইন্ডিজ

প্রথম ওয়ানডেতে হারের পর দ্বিতীয়টিতে জয় তুলে সিরিজে সমতা টেনেছিল ইংল্যান্ড। বার্তা দিয়েছিল সিরিজ জয়ের। তবে সেটি হতে দেয়নি ওয়েস্ট ইন্ডিজ। সিরিজ নির্ধারণী ম্যাচে সফরকারীদের ৪২ বল হাতে রেখে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে ক্যারিবিয়রা। যেখানে ওয়েস্ট ইন্ডিজের জয়ের নায়ক দুই সেঞ্চুরিয়ান ব্র্যান্ডন কিং ও কিচি কার্টি।

ব্রিজটাউটে সিরিজ নির্ধারণী ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৮ উইকেটে ২৬৩ রান তুলে ইংল্যান্ড। যেখানে ওপেনার ফিল সল্ট করেন ৭৪ রান। ও ডান মৌসলেই করেন ৫৭ রান। শেষ দিকে জোফরা আর্চার অপরাজিত থাকেন ১৭ বলে ৩৮ রানে। তাতে নির্ধারিত ওভারে ৮ উইকেট খরচায় ইংলিশদের সংগ্রহ ২৬৩।

জবাব দিতে নেমে ওয়েস্ট ইন্ডিজের ওপেনার এভিন লুইস ১৯ রান করে সাজঘরে ফিরলেও জয়ের পথ প্রস্তুত করে আসেন ব্র্যান্ডন কিং। ১১৭ বলে ১০২ রানের ইনিংস খেলে কিং ফিরলে দ্বিতীয় উইকেটে আড়াই শ পেরিয়ে যায় ক্যারিবিয়রা। ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নেন কিচি কার্টিও। এই ব্যাটার শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ১১৪ বলে ১২৮ রানে। তাতে ৪২ বল হাতে রেখে ৮ উইকেটের বড় জয় পায় ওয়েস্ট ইন্ডিজ। সেই সঙ্গে নিশ্চিত হয় ২-১ ব্যবধানে সিরিজ জয়।

ওয়ানডে সিরিজ শেষে এবার টি-টোয়েন্টি মুখোমুখি হবে দল দুটি। তিন ম্যাটের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি মাঠে গড়াবে আগামী ১০ নভেম্বর।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *