Home অপরাধ নোয়াখালিতে আ.লীগ নেতাকে ধরিয়ে দিল জনতা
নভেম্বর ৭, ২০২৪

নোয়াখালিতে আ.লীগ নেতাকে ধরিয়ে দিল জনতা

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার নিঝুমদ্বীপ ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি মেহেরাজ উদ্দিনকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। বুধবার (৬ নভেম্বর) রাত ১২ টায় নিঝুমদ্বীপ ইউনিয়নের বন্দরটিলা বাজারের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

যৌথ বাহিনী সূত্রে জানা যায়, নিঝুম দ্বীপ ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি মো. মেহেরাজ উদ্দিন দীর্ঘদিন পলাতক ছিলেন। তিনি বুধবার নিজ বাড়িতে অবস্থান নিয়েছেন জানতে পেয়ে যৌথ বাহিনী রাত ১২টায় তাকে গ্রেফতার করে।

স্থানীয় বাসিন্দারা বলেন, মেহেরাজ দীর্ঘ ১০ বছর চেয়ারম্যান ছিলেন। তিনি ক্ষমতায় থাকাকালে সাধারণ মানুষের জমি দখল করে কোটি কোটি টাকার মালিক হয়েছেন। বুধবার সকালে নিঝুম দ্বীপে ঢুকে তার অতীতের সন্ত্রাসী কার্যকলাপ শুরু করার চেষ্টা করেন। নৌবাহিনী ও পুলিশের সহযোগিতায় অবশেষে তাকে গ্রেফতার করা হয়েছে।’

নৌবাহিনী হাতিয়ার কন্টিনজেন্ট কমান্ডার হাবিবুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতার মেহেরাজ উদ্দিন নিঝুম দ্বীপে অবস্থান করছেন, এমন খবর স্থানীয়রা আইনশৃঙ্খলা বাহিনীকে জানায়। আমরা পুলিশ ও নৌবাহিনী যৌথভাবে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করি। হাতিয়ার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নৌবাহিনী সর্বাত্মক চেষ্টা করছে।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাওহিদুল আনোয়ার বলেন, সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি মেহেরাজের বিরুদ্ধে তিনটি গ্রেফতারি পরোয়ানা আছে। তাকে গ্রেফতার করে থানায় আনা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হবে।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *