Home বিনোদন আবারও শাহরুখ খানকে প্রাণনাশের হুমকি
নভেম্বর ৭, ২০২৪

আবারও শাহরুখ খানকে প্রাণনাশের হুমকি

আবারও হত্যার হুমকি দেওয়া হয়েছে বলিউড অভিনেতা শাহরুখ খানকে। মুম্বাইয়ের বান্দ্রা থানার ল্যান্ডলাইনে ফোন করে প্রাণনাশের হুমকি দেওয়া হয় তাকে। বলিউডের আরেক সুপারস্টার সালমান খানের পর এবার প্রাণনাশের হুমকি পেলেন কিং খান।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) ভারতের ছত্তিশগড় থেকে একটি উড়ো ফোন আসে মুম্বাই পুলিশের কাছে। সেই ফোনেই শাহরুখকে প্রাণে মারার হুমকি দেওয়া হয়। ঠিক কী কারণে শাহরুখকে হত্যার হুমকি দেওয়া হয়েছে, সে প্রসঙ্গে কিছু জানা যায়নি। এমনকি বিষয়টি নিয়ে এখনও কোনো বক্তব্য দেননি শাহরুখ। তবে হুমকিদাতাকে শনাক্ত করেছে পুলিশ।

Sahrukh.1শাহরুখ খান।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইতিমধ্যেই ফোনের লোকেশন যাচাই করে ছত্তিশগড়ে পৌঁছেছে মুম্বাই পুলিশ। জানা গেছে, ফয়জান নামের এক ব্যক্তি এই ভুয়া ফোনের নেপথ্যে রয়েছেন। ভারতীয় দণ্ডবিধির ৩০৮ এবং ৩৫১ ধারায় অভিযোগ দায়ের করে ঘটনার তদন্ত শুরু করেছে মুম্বাই পুলিশ।

পুলিশ সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, শাহরুখকে খুন করার হুমকি দিয়ে যুবক ৫০ লাখ রুপি (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭০ লাখ টাকা) দাবি করেন। এই ব্যক্তি কোনো গ্যাংস্টার দল বিশেষ করে লরেন্স বিষ্ণোইর দলের লোক কি না, তা জানার চেষ্টা করছে পুলিশ।

কেননা, গত বুধবারই রাজস্থানে বিষ্ণোই দলের এক সদস্য পুলিশের হাতে ধরা পড়ে। যার কাছ থেকে প্রাণনাশের হুমকি পেয়েছেন সালমান। সেই ঘটনার সঙ্গে শাহরুখকে হুমকির কোনো যোগাযোগ আছে কি না, তা নিয়েও তদন্তে নেমেছে মুম্বাই পুলিশ।

Sahrukh.2শাহরুখ খান।

এই প্রথম নয়, এর আগে ‘পাঠান’ ও ‘জওয়ান’ ছবি সুপারহিট হওয়ার পর উড়ো ফোনে প্রাণনাশের হুমকি পেয়েছিলেন শাহরুখ। সেই সময় থেকেই ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা পান বলিউড বাদশা। এমনকি শাহরুখের মান্নাতের সামনেও বাড়ানো হয় নিরাপত্তারক্ষী।

২ নভেম্বর ৫৯-এ পা দিয়েছেন শাহরুখ। প্রথা ভেঙে এবার মাঝরাতেই মান্নাতের ছাদ থেকে ভক্তদের দর্শন দেন তিনি। মান্নাতজুড়ে তখন কড়া নিরাপত্তা। তবে শনিবার সারাটা দিন আর একবারও শাহরুখকে দেখতে পাননি তার ভক্তরা। এমনকি মুম্বাই পুলিশের তৎপরতায় মান্নাতের আশপাশে ঘেঁষতে পারেনি একজনও। জন্মদিনে শাহরুখকে এমন নিরাপত্তা দেওয়ার জন্য মুম্বাই পুলিশকে ধন্যবাদ জানান শাহরুখ।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *