Home সারাদেশ প্রশাসকের অভিনব উদ্যোগ,পরিচ্ছন্ন নলছিটির লক্ষ্যে পৌরসভার উদ্যোগে সেচ্ছাসেবীদের নিয়ে পরিচ্ছন্নতা অভিযান।
নভেম্বর ৬, ২০২৪

প্রশাসকের অভিনব উদ্যোগ,পরিচ্ছন্ন নলছিটির লক্ষ্যে পৌরসভার উদ্যোগে সেচ্ছাসেবীদের নিয়ে পরিচ্ছন্নতা অভিযান।

বালী তাইফুর রহমান তূর্য,নলছিটি প্রতিনিধি:
পরিচ্ছন্ন নলছাটি পৌরসভা গড়তে অভিনব উদ্যোগ নিয়েছেন পৌরসভার প্রশাসক।পরিচ্ছন্ন নগরী গড়তে নলছিটি পৌরসভা ও বিডিক্লিন সহ অন্যান্য সেচ্ছাসেবীদের নিয়ে পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে।
৬ নভেম্বর সকাল সারে ১০টায় নলছিটি ফেরিঘাট এলাকা থেকে ডেঙ্গু মশা নির্মূলে পৌরসভা ও বিডিক্লিন’র উদ্যোগে আয়োজিত পরিচ্ছন্নাতা কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বার্হী অফিসার ও পৌর প্রশাসক মোহম্মদ নজরুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মোঃ ইকবাল হোসেন, ইন্সপেক্টর তদন্ত মোঃ আশরাফ হোসেন, পৌরসভার ইঞ্জিনিয়ার আবুল হোসেন,নলছিটি থানার সেকেন্ড অফিসার শহীদুল ইসলাম, আবাসিক প্রকৌশলী মোঃ সোহেল রানা,সহকারী প্রকৌশলী কিশোর কুমার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর হোসেন,
নলছিটি প্রেসক্লাবের সহ সভাপতি মিলন কান্তি দাস, যুগ্ম সাধারণ সম্পাদক কায়কোবাদ তুপন, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন নলছিটি শাখার সাধারণ সম্পাদক মোঃ শাহজালাল হোসেন,পৌর যুগ্ম সাধারণ সম্পাদক অহিদুজ্জামান সোহাগ,পৌরসভার গোলাম মোস্তফা,এম এইচ প্রিন্স, বিডিক্লিন বরিশাল’র বিভাগীয় সমন্বয়ক জায়েদ ইরফান, উপ সমন্বয়ক মারজান খান,সাথী আক্তার,এ আর ফয়সাল,মুরাদ হোসেন,তাপস চন্দ্র,রেড ক্রিসেন্ট”র ইমরান হোসেন, রাকিব খলিফা প্রমুখ।
শপথবাক্য পাঠ করান উপজেলা নির্বার্হী অফিসার মোহম্মদ নজরুল ইসলাম। কার্যক্রমের শুরুতে তিনি বলেন একটি পরিচ্ছন্ন দেশ গড়ে তুলতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। এবং সকলকে সচেতন করে তুলতে হবে যাতে বাসা-বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানের সামনে ময়লা আবর্জনা না ফেলেন। পরে ফেরিঘাট থেকে থানা সড়কের দুই পাশে বিডিক্লিন,রেড ক্রিসেন্ট, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের সেচ্ছাসেবীরা পরিচ্ছন্ন অভিযান চালায়।প্রশাসকের অভিনব উদ্যোগ,পরিচ্ছন্ন নলছিটির লক্ষ্যে পৌরসভার উদ্যোগে সেচ্ছাসেবীদের নিয়ে পরিচ্ছন্নতা অভিযান।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *