Home বিনোদন নিজ শহরে ‘বাধার’ মুখে শোরুম উদ্বোধন বন্ধ, যা বললেন মেহজাবীন
নভেম্বর ৩, ২০২৪

নিজ শহরে ‘বাধার’ মুখে শোরুম উদ্বোধন বন্ধ, যা বললেন মেহজাবীন

চট্টগ্রামে ‘বাধার’ মুখে পড়ে শোরুম উদ্বোধন করতে পারলেন না ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী।

শনিবার (২ নভেম্বর) দুপুরে রিয়াজউদ্দিন বাজারের আরএস রোডে ‘খুকি লাইফস্টাইল’ নামে একটি ব্র্যান্ড শপ উদ্বোধনের কথা ছিল মেহজাবীনের। এ বিষয়ে এবার সামাজিকমাধ্যমে মুখ খুললেন মেহজাবীন।

নিজের ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লিখেন, আমার সকল বন্ধু-বান্ধব, পরিবার এবং ভক্তদের ধন্যবাদ জানাচ্ছি আমার খোঁজ নেওয়ার জন্য। আমি ইতোমধ্যে ঢাকায় পৌঁছে গেছি এবং নিজের বাসায় আছি, চিন্তার কিছু নেই। আজ আমি চট্টগ্রামে একটি শোরুমের উদ্বোধনী অনুষ্ঠানে গিয়েছিলাম, কিন্তু বিমানবন্দর থেকে শোরুমে যাওয়ার পথে শুনলাম যে নিরাপত্তা সংক্রান্ত কিছু সমস্যা হয়েছে। তাই আয়োজক এবং আমি সিদ্ধান্ত নিয়েছি যে নিরাপত্তার অভাবে আমরা শোরুমে যাব না।

তিনি আরও লেখেন, আমরা তখনই গাড়ি ঘুরিয়ে বিমানবন্দরের দিকে ফিরে যাই এবং ঢাকায় ফিরে আসার সিদ্ধান্ত নেই। সবাইকে আবারও ধন্যবাদ আমার খোঁজ নেওয়ার জন্য।

এর আগে শনিবার সকাল থেকেই কোনো নায়িকা দিয়ে রিয়াজউদ্দিন বাজারে শোরুম উদ্বোধন করা যাবে না বলে হুঁশিয়ারি দেয় ব্যবসায়ীদের একটি পক্ষ। ‘রিয়াজউদ্দিন বাজার সর্বস্তরের ব্যবসায়ী ও তাওহীদি জনতা’র ব্যানারে এ হুঁশিয়ারি দেওয়া হয় বলে জানিয়েছেন একাধিক ব্যবসায়ী। কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।

সংশ্লিষ্টরা জানান, শনিবার দুপুরে রিয়াজউদ্দিন বাজারে একটি ব্র্যান্ড শোরুম উদ্বোধনের শিডিউল নির্ধারিত ছিল। ‘খুকি লাইফস্টাইল’ শোরুম উদ্বোধনের কথা জানিয়ে গত ২৮ অক্টোবর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ভিডিওবার্তা দিয়েছিলেন চট্টগ্রামের মেয়ে মেহজাবীন চৌধুরী। স্থানীয় ভক্ত-অনুরক্তদের ওই অনুষ্ঠানে আসার আমন্ত্রণ জানিয়েছিলেন তিনি। মেহজাবিন চট্টগ্রামে পৌঁছে গেলেও সেখানে গণ্ডগোলের আশঙ্কায় শোরুম উদ্বোধন করতে রিয়াজউদ্দিন বাজারে যাননি। ফলে অভিনেত্রীকে ছাড়াই শোরুমটির উদ্বোধন সম্পন্ন হয়েছে।

‘রিয়াজউদ্দিন বাজারের সর্বস্তরের ব্যবসায়ী ও তাওহীদি জনতা’র ব্যানারে হুঁশিয়ারি সম্বলিত একটি লিফলেট (ব্যানার) রিয়াজুদ্দিন বাজারের বিভিন্ন ব্যবসায়ী নিজেদের ফেসবুক টাইমলাইনে শেয়ার করেছিলেন। যেখানে লেখা ছিল, ‘নতুন রেলস্টেশনের বিপরীতে খুকি লাইফস্টাইল নামের একটি শোরুমের উদ্বোধন চিত্রনায়িকা মেহজাবিন চৌধুরীকে নিয়ে উদ্বোধনের সিদ্ধান্তকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’

রিয়াজউদ্দিন বাজার বণিক সমিতির সাধরণ সম্পাদক আবুল কালাম জানান, ‘বাধার কারণে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী অনুষ্ঠানে আসতে পারেননি। ব্যবসায়ীদের একটি পক্ষ বাধা দিয়েছে বলে জানতে পেরেছি। বিস্তারিত তেমন কিছু জানি না।’

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *