Home অপরাধ মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের ১২ ‘মাদক কারবারি’ গ্রেপ্তার
নভেম্বর ৩, ২০২৪

মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের ১২ ‘মাদক কারবারি’ গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদক কেনাবেচার অভিযোগে বুনিয়া সোহেল ও তাঁর ১১ সহযোগীকে গ্রেপ্তার করেছে র‍্যাব। বৃহস্পতিবার র‍্যাব-২ ও ৯ সিলেটের বিভিন্ন এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে। শুক্রবার র‍্যাব এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, গ্রেপ্তার বুনিয়া সোহেল জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি। সহযোগীদের নিয়ে তিনি দীর্ঘদিন ধরে মোহাম্মদপুর বাসস্ট্যান্ড ও বিপণিবিতান এলাকায় মাদক কেনাবেচা, চাঁদাবাজি, ছিনতাই, অপহরণ, হত্যাসহ বিভিন্ন অপরাধ কর্মকাণ্ড চালাতেন।

গ্রেপ্তার সোহেলের সহযোগীরা হলেন আমীর হোসেন হীরা (৩০), জামাল হোসেন (২৯), শাহীনুর বেগম (৩২), আনোয়ার হোসেন (২৭), মো. মিঠুন (২৪), সাহিল (৩৮), নাঈম (২৪), মো. আজিম (৩৭), নূর বেগম (৩০), ভানু বেগম (৩১) ও সাকিব হাসান।
র‍্যাবের দাবি, সোহেলের ২৫ থেকে ৩০ জনের একটি চক্র রয়েছে। তাঁর বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় অবৈধ অস্ত্র, মাদকসহ ১৮টি মামলা রয়েছে।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *