Home খেলা ৩২ ফেডারেশনের অর্থছাড় স্থগিতের ঘোষণা
Oktober ২৯, ২০২৪

৩২ ফেডারেশনের অর্থছাড় স্থগিতের ঘোষণা

দেশের ৩২টি ক্রীড়া ফেডারেশনের জন্য অর্থছাড় প্রক্রিয়া সাময়িক স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। নির্ধারিত সময়ের মধ্যে অডিট রিপোর্ট জমা দিতে ব্যর্থ হওয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার অনুমোদনেই মঙ্গলবার (২৯ অক্টোবর) এই সংক্রান্ত চিঠি জারি করেছে এনএসসি।

জানা গেছে, জাতীয় ক্রীড়া পরিষদ আইন ২০১৮ সালের ২৩ নম্বর ধারায় প্রতিটি ফেডারেশনের আয়-ব্যয় হিসাব বিবরণী ও অডিট প্রতিবেদন পরবর্তী বছরের সেপ্টেম্বর মাসের মধ্যে জাতীয় ক্রীড়া পরিষদে জমা দেওয়ার নির্দেশনা রয়েছে। এবার এই বিষয়ে চিঠি দিয়েছিল এনএসসি।

কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে ২৩ ফেডারেশন অডিট রিপোর্ট জমা দিলেও বাকি ৩২ ফেডারেশন অডিট জমা দেয়নি।

অডিট রিপোর্ট না দেওয়া ফেডারেশনগুলো হলো–সাইক্লিং, উশু, দাবা, কাবাডি, কারাতে, স্কোয়াশ, শ্যুটিং, অ্যাথলেটিকস, গলফ, জিমন্যাস্টিকস, রোয়িং, শরীর গঠন, ব্রিজ, বেসবল-সফট বল, সেপাক টাকরো, বাশাআপ, প্যারা আর্চারি, মাউন্টেরিং, থ্রো বল, কান্ট্রি গেমস, মার্শাল আর্ট, ঘুড়ি, কিক বক্সিং, আন্তর্জাতিক তায়কোয়ান্দো, ব্যুথান, সার্ফিং, ইয়োগা, চুকবল, জুজুৎসু, খিউকুশিন, হকি ও টেনিস।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *