Home সারাদেশ মোরেলগঞ্জে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত 
Oktober ২৭, ২০২৪

মোরেলগঞ্জে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত 

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট:

নানা আয়োজনের মধ্য দিয়ে বাগেরহাটের মোরেলগঞ্জে পালিত হয়েছে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী। দিবসটি উপলক্ষে রবিবার সকালে হাসপাতাল ও বিভিন্ন বেসরকারি ক্লিনিকে দলের নেতাকর্মীরা স্বেচ্ছায় রক্তদান করেন। বেলা ১১টার দিকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত, বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং তারেক রহমানের দীর্ঘায়ু কামনাসহ আন্দোলন-সংগ্রামে সকল শহীদের আত্মার মাগফিরাত ও  দেশবাসীর জন্য পৌরপার্কে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক শহিদুল হক বাবুল। সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের আহ্বায়ক শামীম আহসান টিটু। সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সদস্য সচিব রেজাউল করিম সোহাগ।
বিএনপি নেতা মো. গিয়াস উদ্দিন তালুকদার, ফারুক হোসেন সামাদ, মাওলানা আব্দুল খালেক, মতিউর রহমান বাচ্চু, শামীম আহসান ফকির, আসাদুজ্জামান মিলন, মুক্তা খানম মাহমুদা, পৌর বিএনপির সদস্য সচিব অধ্যক্ষ জাহাঙ্গীর আল আজাদ, স্বেচ্ছাসেবকদল নেতা মেহেদী হাসান রুবেল, শ্রমিকদল নেতা মাসুদ খান চুন্নু, মশিউর রহমান জুয়েল, পৌর যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান পলাশ ও সদস্য সচিব মিঠু হাওলাদার,ডা: এস এম মারুফ হোসাইন  প্রতিস্ঠাতা  সভাপতি  বাংলাদেশ জাতীয়তা বাদি পল্লী চিকিৎসক  এশোসিয়ন  কেন্দ্রীয় কমিটি। ডা: রমিজ উদ্দিন শেখ
সভাপতি  উপজেলা  পল্লী  চিকিৎসক  এশোসিয়ন , ডা: মিরাজ. ডা: আবুবকর ., মামুন বেপারী পলাশ খান.বহরবুনিয়া ইউনিয়ন আহবায়ক মোঃ গিয়াস উদ্দিন খান সহ বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।আলোচনা সভা শেষে দোয়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত, বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং তারেক রহমানের দীর্ঘায়ু কামনাসহ আন্দোলন-সংগ্রামে সকল শহীদের আত্মার মাগফিরাত ও  দেশবাসীর জন্য দোয়া করা হয়।
(এস.এম. সাইফুল ইসলাম কবির)
বাগেরহাট সংবাদদাতা                     
০১৯১১২১১৯৬৫/০১৭১১৩৭৭৪৫০

তারিখ-২৭.১০.২০২৪।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *