Home খেলা পাকিস্তানের নতুন অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান
Oktober ২৭, ২০২৪

পাকিস্তানের নতুন অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান

মোহাম্মদ রিজওয়ানকে সাদা বলের ক্রিকেটে অধিনায়কের দায়িত্ব দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। রোববার (২৭ অক্টোবর) রিজওয়ানকে ওয়ানডে এবং টি-টোয়েন্টির নেতৃত্ব দেওয়ার কথা জানান পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি।

গত ২ অক্টোবর এই দুই ফরম্যাটের নেতৃত্ব ছাড়ার ঘোষণা দেন বাবর আজম। এরপরই পরবর্তী অধিনায়ক হিসেবে রিজওয়ানের নাম আলোচনায় আসে।

অধিনায়ক হিসেবে রিজওয়ানের প্রথম অ্যাসাইনমেন্ট হতে যাচ্ছে অস্ট্রেলিয়ার বিপক্ষে আগামী ৪ নভেম্বর শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি সিরিজ। এরপর অজিদের বিপক্ষেও ওয়ানডে সিরিজেও রিজওয়ানের নেতৃত্বে খেলবে পাকিস্তান।

জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজেও রিজওয়ান অধিনায়কত্ব করবেন। তবে টি-টোয়েন্টি সিরিজের দলে রিজওয়ান না থাকায় সেখানে অধিনায়ক হিসেবে তার জায়গা নেবেন সালমান আলী আগা। তাকে সাদা বলের ক্রিকেটে রিজওয়ানের ডেপুটি করা হয়েছে।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *