Home বিনোদন পাকিস্তানের কয়টি হলে মুক্তি পাচ্ছে শাকিব খানের ‘তুফান’?
Oktober ২৬, ২০২৪

পাকিস্তানের কয়টি হলে মুক্তি পাচ্ছে শাকিব খানের ‘তুফান’?

বাংলাদেশের সিনেমা দেখানো পাকিস্তানের সিনেমা হলে। ঢালিউড সুপারস্টার শাকিব খানের সিনেমা ‘তুফান’ মুক্তি পেতে চলেছে পাকিস্তানে। সেখানে প্রাথমিকভাবে ৪৩টি হলে একযোগে সিনেমাটি মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছে প্রযোজনা সংস্থা আলফা আই।

তারা জানিয়েছে, পাকিস্তান ফিল্ম সেন্সর বোর্ড থেকে ইতোমধ্যে ছাড়পত্র পেয়েছে ‘তুফান’। জানা গেছে, পাকিস্তানের করাচি, লাহোর, ইসলামাবাদ, মুলতান, ফয়সালাবাদ, গুজরানওয়ালাসহ বিভিন্ন শহরে মুক্তি পাবে এই সিনেমা।

এর আগে বাংলাদেশের পাশাপাশি ভারত, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, কানাডা, ইংল্যান্ডসহ আরও কয়েক দেশে মুক্তি পেয়েছিল সিনেমাটি। এরই ধারাবাহিকতায় আগামী ১ নভেম্বর এটি পাকিস্তানে মুক্তি পেতে যাচ্ছে।

পাকিস্তানে ‘তুফান’ মুক্তির বিষয়ে নির্মাতা রায়হান রাফী বলেছেন, ‘শাকিব খান নিজেই পাকিস্তানের পরিবেশকদের সঙ্গে কথা বলে সেখানে মুক্তির ব্যবস্থা করেছেন। তারাও আগ্রহ প্রকাশ করেছে। বিষয়টি আমাদের জন্য বেশ ইন্টারেস্টিং হবে বলে মনে হচ্ছে।’

সিনেমাটিতে শাকিব খান ছাড়াও অভিনয় করেছেন নাবিলা, মিমি চক্রবর্তী, চঞ্চল চৌধুরী, শহীদুজ্জামান সেলিম, গাজী রাকায়েত, ফজলুর রহমান বাবু প্রমুখ। সম্প্রতি সিনেমাটি ওটিটি প্ল্যাটফর্ম চরকি ও হইচই-তেও উন্মুক্ত হয়েছে।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *