নলছিটিতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার দ্বায়ে এক জেলের কারাদণ্ড।
বালী তাইফুর রহমান তূর্য, নলছিটি প্রতিনিধি :
ঝালকাঠির নলছিটিতে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরার দ্বায়ে এক জেলেকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
২৫ অক্টোবর শুক্রবার সন্ধায় নলছিটি ফেরিঘাট সংলগ্ন সুগন্ধা নদী থেকে তাকে আটক করা হয়।
এসময় তাদের কাছ থেকে তিন হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে তা বিনস্ট করা হয় এবং একজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করে কারাগারে প্রেরন করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নলছিটি উপজেলার বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো:নজরুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস কর্মকর্তা রমনী কুমার মিস্ত্রি এবং নলছিটি থানা পুলিশের একটি টিম।
ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মৎস রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর ৫(১) ধারায় আটককৃত জেলেকে এক বছরের কারাদণ্ড প্রদান করা হয়।
দণ্ডপ্রাপ্ত জেলে বরিশাল রুপাতলি বটতলা এলাকার মুজাহার খলিফার ছেলে রবিউল।
১৩ অক্টোবর থেকে ২২ দিনের মা ইলিশ ধরার নিষেধাজ্ঞা চলাকালীন নলছিটি উপজেলা সংলগ্ন সুগন্ধা নদীতে উপজেলা মৎস দপ্তরের অভিযানে নিয়মিত টহল চলমান রয়েছে বলে জানিয়েছেন উপজেলা মৎস কর্মকর্তা রমনী কুমার মিস্ত্রি।