Home সারাদেশ নলছিটিতে ডাকাতি মামলার পলাতক আসামি গ্রেফতার।
Oktober ২৬, ২০২৪

নলছিটিতে ডাকাতি মামলার পলাতক আসামি গ্রেফতার।

নলছিটি( ঝালকাঠি) সংবাদদাতা:
ঝালকাঠির নলছিটিতে ডাকাতি মামলার আসামি হেলাল উদ্দিন হিলনকে(৪৫) আটক করেছে পুলিশ। শনিবার(২৬ অক্টোবর) সকালে উপজেলার নাচনমহল বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানিয়েছে, শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে নলছিটি থানার ওসি (তদন্ত) মো. আশ্রাব আলী ও এসআই মো. সহিদুল ইসলাম উপজেলার নাচনমহল ইউনিয়নের নাচনমহল বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক হেলাল উদ্দিন হিলন উপজেলার মোল্লারহাট ইউনিয়নের কামদেবপুর এলাকার ওয়াজেদ মিয়ার পুত্র। তার বিরুদ্ধে গুলশান মডেল থানায় ২০০৯ সালের ২৩ জুন একটি ডাকাতি মামলা দায়ের করা হয়। মামলা নং-৮৯। তিনি এতোদিন পলাতক ছিলেন।
নলছিটি থানা ওসি (তদন্ত) মো. আশ্রাব আলী জানান, আটক হেলাল উদ্দিন হিলনকে শনিবার সকালে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *