Home বিনোদন অন্যের অপরাধের মাশুল গুনছেন সালমান, কে করেছিল হরিণ হত্যা?
Oktober ২৪, ২০২৪

অন্যের অপরাধের মাশুল গুনছেন সালমান, কে করেছিল হরিণ হত্যা?

দুটি কৃষ্ণসার হরিণ নরক করে তুলেছে বলিউড অভিনেতা সালমান খানের জীবন। হরিণ দুটি হত্যার দায়ে আদালতের কাঠগাড়ায় দাঁড়াতে হয়েছে অভিনেতাকে। বিষ্ণোই সম্প্রদায়ের লরেন্স তো তাকে হত্যা করতে লোক লাগিয়ে রেখেছেন। প্রাণ বাঁচাতে নিরাপত্তা ছাড়া জানালা দিয়েও মুখ বের করতে পারেন না।

ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের প্রতিবেদনে বলা হয়েছে, রাজনীতিবিদ বাবা সিদ্দিকের হত্যাকাণ্ডের পর নতুন করে শঙ্কায় সালমান খানের নিরাপত্তা। ওই ঘটনার পর লরেন্স বিষ্ণোই গ্যাং আবারও হুমকি দিয়েছে সালমানকে, কড়া নিরাপত্তার মধ্যে শুটিং করা নিয়ে অস্বস্তিও প্রকাশ করেছেন ভাইজান। এর মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় সালমানের একটি পুরোনো ভিডিও। কী আছে সেই ভিডিওতে?

Salman00সালমান খান।

সালটা ১৯৯৮। সেই সময়ে রাজস্থানের কঙ্কানি গ্রামে ‘হাম সাথ সাথ হ্যায়’ সিনেমার শুটিং করতে গিয়ে বিতর্কে জড়ান সালমান খান। এই বলিউড তারকার বিরুদ্ধে কৃষ্ণকায় হরিণ হত্যার অভিযোগ ওঠে। সেই সময় ভাইজানের সঙ্গে শুটিংয়ে ছিলেন সাইফ আলী খান, সোনালি বেন্দ্রে, টাবু, নীলমসহ আরও অনেকে।

দুই দশক আগের সেই ঘটনার পর থেকেই বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে সালমানের বিরোধের সূত্রপাত। তবে ভাইজান নাকি কৃষ্ণকায় হরিণের দিকে গুলি ছোড়েননি! আসল হত্যাকারী অন্য কেউ! তাহলে কার অপরাধের মাশুল গুনছেন সালমান?

Salman00.1সালমান খান।

পুরোনো ভিডিওটিতে দেওয়া সাক্ষাৎকারে সালমান দাবি করেছিলেন, এ ঘটনার নেপথ্যে অন্য কেউ রয়েছেন। ২০০৮ সালের সেই সাক্ষাৎকারে সঞ্চালকের প্রশ্নবাণের সামনে সালমান সরাসরি বলেছিলেন, ‘এর নেপথ্যে একটা লম্বা গল্প রয়েছে। ওই কৃষ্ণকায় হরিণের দিকে কিন্তু গুলিটা আমি ছুড়িনি।’ যে ঘটনার জন্য মামলা-মোকদ্দমার ফেরে আদালতে আদালতে ঘুরতে হয়েছে তাকে, এত বঞ্চনার শিকার হতে হয়েছে তাকে।

এমনকি এই হরিণ হত্যার পর থেকেই সালমানকে লাগাতার খুন করার হুমকি দিয়ে আসছে বিষ্ণোই গ্যাং। এত কিছুর পরও তাহলে কেন আসল অপরাধীর নাম প্রকাশ্যে আনছেন না ভাইজান? সে প্রসঙ্গে অবলীলাক্রমে সুপারস্টারের উত্তর, ‘কোনো লাভ নেই।’

সম্প্রতি ২০০৮ সালের সেই ভিডিও ভাইরাল হওয়ায় অনুরাগীরা প্রশ্ন ছুড়ে দিয়েছেন যে, ‘কাকে আড়াল করতে চাইছেন ভাইজান? কেনই-বা করছেন?’ না, এবারও এ প্রসঙ্গে মুখ খোলেননি অভিনেতা। তবে তার বাবা বাবা সেলিম খান গত সপ্তাহে এক সাক্ষাৎকারে জানিয়েছেন, তার ছেলে হরিণ হত্যা করেননি।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *