ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা: প্রজ্ঞাপন জারি
অবশেষে সাধারন ছাত্র-জনতার দাবি মেনে ছাত্রলীগকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
আজ বুধবার (২৩ অক্টোবর) রাতে এ প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
এর আগে আজ বুধবার রাতের মধ্যেই ছাত্রলীগকে নিষিদ্ধ করতে হবে বলে দাবি জানিয়েছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।
বুধবার (২৩ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়ে তিনি এ দাবি জানান।
ফেসবুকে দেওয়া পোস্টে হাসনাত লিখেন, আজকে রাতেই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রলীগকে নিষিদ্ধ করতে হবে। আজ রাত সাড়ে ৮টায় ভিসি বাসভবনের ফটকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অবস্থান কর্মসূচি শুরু।