Home রাজনীতি আওয়ামী লীগে কোনো বাংলা নেই: জামায়াত আমির
Oktober ২৩, ২০২৪

আওয়ামী লীগে কোনো বাংলা নেই: জামায়াত আমির

বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আওয়ামী লীগের নামটাই দেখেন। ‘আওয়ামী’ উর্দু শব্দ, ‘লীগ’ ইংরেজি। এখানে একেবারেই বাংলা নেই। আমাদের নামটা পুরোটা আরবি।

ইসলামি রাজনীতি যারা করেন তাদের অনেকেই মাতৃভাষা বাংলা বলার চেয়ে অধিকাংশ সময় আরবি, উর্দু ও ফার্সি শব্দ বেশি ব্যবহার করে থাকেন। এ ব্যাপারে সম্প্রতি এক সাক্ষাৎকারে কথা বলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির  ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, ইসলামি রাজনীতিবিদরা আরবি, উর্দু ও ফারসি যেসব শব্দ ব্যবহার করেন তার প্রতিশব্দ অবশ্যই আছে। বাংলা এনরিচ হয়েছে সব ভাষার দ্বারা। বাংলা একটি উদার ভাষা। এখানে সংস্কৃতি এসেছে, আরবি এসেছে, ফারসি এসেছে, ইংরেজি এসেছে।

তিনি আরও বলেন, আপনি আওয়ামী লীগের নামটাই দেখেন। ‘আওয়ামী’ উর্দু শব্দ, ‘লীগ’ ইংরেজি। এখানে বাংলা নেই। আমাদের নামটা পুরোটা আরবি। বিএনপি কিন্তু পুরোটাই ইংরেজি। তাই না? আমরা এভাবে দেখি না। জাতি এভাবে দেখে না। জাতি যেটা সহজে বোঝে, সেটাকেই তার ভাষা হিসেবে কবুল করে নিয়েছে। এটা বাংলা ভাষার উদারতার সৌন্দর্য বলতে পারেন।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *