Home সারাদেশ নলছিটির ফরাসিনায় সড়ক ধ্বসে যোগাযোগ বিছিন্ন কয়েক গ্রামের মানুষ।
Oktober ২২, ২০২৪

নলছিটির ফরাসিনায় সড়ক ধ্বসে যোগাযোগ বিছিন্ন কয়েক গ্রামের মানুষ।

বালী তাইফুর রহমান তূর্য, নলছিটি(ঝালকাঠি) সংবাদদাতা:
ঝালকাঠির নলছিটি পৌর এলাকার ৮ নং ওয়ার্ডের তেমুখি-অনুরাগ বাজার সড়ক ধ্বসে যোগাযোগ বিছিন্ন রয়েছে কয়েক গ্রামের মানুষ। মঙ্গলবার(২২ অক্টোবর) সকালে সড়কটির একটি অংশ(প্রায় ১০ ফুট) ধ্বসে পুরোপুরি বিছিন্ন হয়ে যায়। এতে ওই এলাকার সাধারণ মানুষজন চরম ভোগান্তিতে পরেছেন। দপদপিয়া নলছিটি সড়কের তেমুখি থেকে শুরু হয়ে সড়কটি অনুরাগ বাজার পর্যন্ত বিস্তৃত। এর মাঝেই রয়েছে একটি মাদ্রাসা ও একটি প্রাথমিক বিদ্যালয়।
স্থানীয় বাসিন্দা ফিরোজ আহমেদ খান জানান, সড়কটি যেখান থেকে ধ্বসে গিয়েছে সেখানে সড়কটির নিচ দিয়ে একটি সিমেন্ট দিয়ে তৈরি পাইপ দেয়া ছিল। পাশ্ববর্তী কৃষি জমিতে পানি আসা যাওয়ার জন্য এই ব্যবস্থা করা হয়েছিল কিন্তু পাইপের পাশে ফাঁকা জায়গা দিয়ে পানি আসা যাওয়ার কারণে মাটি সড়ে গিয়ে সড়কটির এই অংশ ধ্বসে যায়।
আরেকজন বাসিন্দা নলছিটি সরকারি ডিগ্রি কলেজের ছাত্র নাসিফ খান জানান, এই সড়কটি দিয়ে প্রতিদিন হাজার খানেক লোক চলাফেরা করে। অনুরাগ বাজারে যাওয়ার জন্য ভাঙাদৌলা, কান্ডপাশা ও ফরাসিনা গ্রামের লোকজন এই সড়কটি ব্যবহার করেন। এখন তারা চরম ভোগান্তিতে পরেছেন। আমরা নিজেরা কলাগাছ দিয়ে লোক চলাচলের ব্যবস্থা করলেও সবাই ব্যবহার করতে পারছেন না। গাড়ী চলাচল সম্পূর্ণরুপে বন্ধ রয়েছে।
এ ব্যাপারে পৌর প্রশাসক মো. নজরুল ইসলাম বলেন,খবর পেয়ে গিয়েছিলাম। সড়কটি খুব দ্রুত সংষ্কার করার ব্যবস্থা নেয়া হবে।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *