Home সারাদেশ নলছিটিতে দিঘীর ভাঙনে সরু হওয়া সড়ক সংষ্কারের দাবিতে মানববন্ধন।
Oktober ২০, ২০২৪

নলছিটিতে দিঘীর ভাঙনে সরু হওয়া সড়ক সংষ্কারের দাবিতে মানববন্ধন।

বালী তাইফুর রহমান তূর্য, নলছিটি(ঝালকাঠি) সংবাদদাতা:
ঝালকাঠির নলছিটিতে দিঘীর ভাঙনে সরু হয়ে যাওয়া সড়কের দ্রুত সংষ্কারের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় বাসিন্দারা। রবিবার (২০ অক্টোবর) বিকেলে স্থানীয়দের আয়োজনে কুশঙ্গল ইউনিয়নের পূর্ব বাউমহল গ্রামে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন বক্তব্য রাখেন স্থানীয় বাসিন্দা হাফেজ মোঃ কাওছার আহমেদ, মোঃ সুলতান হাওলাদার, মিন্টু হাওলাদার, মনির হোসেন হাওলাদার প্রমুখ।
এসময় তারা বলেন, এই সড়ক দিয়েই স্থানীয় দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা যাতায়াত করেন। কয়েকটি গ্রামের মানুষের যাতায়াতের জন্য এই সড়কটি একসময় ১৫ ফুট চওড়া ছিল। সেটা দিঘির ভাঙনে কমতে কমতে তিন ফুটে এসে পৌছেছে। এখন পাশাপাশি দুইজন লোকের চলতে কষ্ট হয়।
তারা আরও বলেন, অভিভাবকরা তাদের ছেলে মেয়েদের বিদ্যালয়ে পাঠিয়ে দুঃচিন্তায় থাকেন। বর্ষার সময় পা পিছলে দিঘিতে পরে যাওয়ার অহরহ ঘটনা ঘটেছে। কোন যানবাহন চলাচল করতে না পারায় স্থানীয়দের নিত্য দিনের জিনিসপত্র নিজেদের কাধে বহন করতে হয়। কেউ অসুস্থ হলে দিঘির এই অংশের সড়ক তাদের জন্য সীমাহীন কষ্টের কারণ হয়। তাই আমরা অতিদ্রুত সড়ক সংষ্কার ও দিঘির অংশের সড়কে ভাঙন রোধে কার্যকর পদক্ষেপের আবেদন জানাচ্ছি।
প্রায় ঘন্টাব্যাপী মানববন্ধনে স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ নেন।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *